উঠানে সবজি চাষে বাড়তি আয়

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৩
অ- অ+

বাড়ির উঠানে বিভিন্ন প্রজাতির সবজি চাষ করেছেন টাঙ্গাইলের ভূঞাপুরের কৃষকরা। এতে নিজেদের পুষ্টির চাহিদা পূরণসহ সবজি বিক্রি করে বাড়তি আয় করছেন তারা।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুল হাসান জানান, মুজিব শতবর্ষে বঙ্গবন্ধু কৃষি উৎসব উপলক্ষে ‘পারিবারিক পুষ্টির বাগান’ স্থাপনের কার্যক্রমের আওতায় উপজেলার ১৯২টি বাড়ির উঠানে বিভিন্ন প্রজাতির সবজি চাষ হয়। এর জন্য প্রত্যেক পরিবারকে নগদ ১ হাজার ৯৩৫ টাকা ও বিনামূল্যে বীজ দেওয়া হয়েছিল। এক শতাংশ জমিতে মূলা, কলমি, পাট, পুঁই, ঘিমা, কলমি ও লাল শাকসহ বিভিন্ন প্রজাতির সবজি চাষ করছে প্রত্যেক কৃষক। ইতোমধ্যে নিজেদের উৎপাদিত সবজি রান্না করে খাওয়াসহ স্থানীয় হাট-বাজারে বিক্রি করে লাভবান হচ্ছেন কৃষকরা।

উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা গোপাল গ্রামের কৃষক রাজু আহমেদ বলেন, ‘বাড়ির উঠানে বিভিন্ন ধরনের সবজি চাষ করেছি। নিজেরা খাওয়ার পরও সবজি বাজারে বিক্রি করছি। গত মাসে সবজি বিক্রি করে ৪ হাজার টাকা আয় হয়েছে।’

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘গুলি করলে মরে একটা, বাকিডি যায় না’ বলা সেই পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিকে গাড়ি হস্তান্তর করেছে এবি ব্যাংক
সিরাজগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন
নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ৬ জনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা