‘অপরাধীদের শাস্তি দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে’

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩৭| আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৬:০৯
অ- অ+

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘সমাজের অপরাধীদের বিচার প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি নিশ্চিত করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।’

ফরিদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত আট তলা ভবনের উদ্বোধন শেষে রবিবার বেলা ১১টায় অনুষ্ঠিত সভায় ভিডিও কনফারেন্সে আইনমন্ত্রী একথা বলেন।

ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় তিনি আরো বলেন, ‘শুধু অবকাঠামোর উন্নয়ন করলেই হবে না, বিচার প্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে, বর্তমান সরকার এই লক্ষ্যে কাজ করে চলছে।’

তিনি বিচারক ও আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, ‘সঠিকভাবে বিচারকার্য পরিচালনার জন্য আইনজীবী ও বিচারকদের সক্রিয় থাকতে হবে। ন্যায়বিচার নিশ্চিত করতে পারলেই কেবল জনগণ আপনাদের উপর আস্থা রাখতে পারবে।’

এসময় আইনমন্ত্রী দেশের সকল পর্যায়ের আদালতের মামলার জট কমানোর উপর গুরুত্ব আরোপ করেন।

জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সেলিম মিয়ার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাংসদ মনজুর হোসেন, জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার আলিমুজ্জামান, ভারপ্রাপ্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুছ সাহাদাত প্রমুখ।

আর আইনমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে আরও অংশ নেন ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবুর রহমান নিক্সন চৌধুরী ও আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার।

প্রসঙ্গত, ফরিদপুর গণপূর্ত অধিদপ্তরে ব্যবস্থাপনায় ৫৪ কোটি ৩৯ লক্ষাধিক টাকা ব্যয়ে আট তলাবিশিষ্ট ভবনটি নির্মাণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধি বর্ষা
শরীয়তপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের মানববন্ধন
ইউনিয়ন ব্যাংকের নবগঠিত নিরীক্ষা কমিটির ১০ম সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে দুই মাথাবিশিষ্ট শিশুর জন্ম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা