বিসিবির শর্ত মানতে মন্ত্রণালয়ের কাছে এসএলসির আবেদন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১১:২৬| আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:০৭
অ- অ+

দীর্ঘ সময় পর ক্রিকেটে ফিরতে চলেছে বাংলাদেশ। তিন ম্যাচ টেস্ট সিরিজে প্রতিপক্ষ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বিসিবির শর্ত না মানায় টাইগারদের বাইশ গজে প্রত্যাবর্তনে কিছুটা অনিশ্চয়তা দেখা দেয়। এমতাবস্থায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাফ জানিয়ে দেন, শর্ত না মানতে পারলে শ্রীলঙ্কা সফর সম্ভব নয়। অবশেষে বিসিবির অনড় অবস্থার কাছে কিছুটা মাথা নত করতে বাধ্য হয়েছে এসএলসি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে বাংলাদেশকে ৭ দিনের কোয়ারেন্টাইন পালনের অনুমতি দিতে না পারলেও কোয়ারেন্টাইন চলাকালে অনুশীলনের ব্যবস্থা করতে মন্ত্রণালয়ে আর্জি জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।

করোনা মোকাবেলায় এখন পর্যন্ত অনেকটাই সফল শ্রীলঙ্কা। তাই দ্বীপদেশটিতে ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ৈ ও করোনা মোকাবেলায় গঠিত টাস্কফোর্সের নির্দেশনা অনুযায়ী, অন্য কোনো দেশ থেকে শ্রীলঙ্কায় গেলে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে।

তবে বাংলাদেশ চাইছে সর্বোচ্চ ৭ দিনের কোয়ারেন্টাইন। কোয়ারেন্টাইনে বাংলাদেশের আপত্তি মূলত অনুশীলনের ঘাটতির কথা বিবেচনা করেই। তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে প্রথম শ্রেণির টুর্নামেন্ট খেলে দারুণ প্রস্তুতি সেরেছে শ্রীলঙ্কা। তবে বাংলাদেশ প্রতিযোগিতামূলক ক্রিকেট দূরে থাক, এখনো আনুষ্ঠানিক অনুশীলনও শুরু করেনি।

বিসিবি তাই এসএলসিকে শর্ত দিয়েছিল- কোয়ারেন্টাইন পর্ব দীর্ঘ হলেও সেই সময়ে যেন অনুশীলনের ব্যবস্থা করা হয়; ইংল্যান্ড সফরে যেমনটি করেছে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়া। তবে শ্রীলঙ্কার ভেন্যুগুলোতে যথাযথ আবাসন ব্যবস্থা না থাকায় ক্রিকেটারদের থাকতে হবে হোটেলে। এ কারণে কোয়ারেন্টাইন চলাকালে অনুশীলন চালিয়ে যাওয়া একটু কঠিন। এসএলসি তাই বলেছিল- কোয়ারেন্টাইন চলাকালে অনুশীলনের কোনো সুযোগই থাকবে না।

তবে বাংলাদেশের অনড় অবস্থানে সুর নরম করা এসএলসিই এবার নিজেদের স্বাস্থ্য মন্ত্রণালয়কে আর্জি জানিয়েছে, সিরিজের গুরুত্বের কথা বিবেচনা করে হলেও যেন কোয়ারেন্টিাইন চলাকালে বাংলাদেশ দলকে অনুশীলনের সুযোগ দেওয়া হয়। শ্রীলঙ্কায় পা রাখার পর থেকেই বাংলাদেশ দল বায়োবাবল মেনে চলবে এবং বাইরের পরিবেশ থেকে পৃথক থাকতে পারব্ বলে এসএলসির পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণায়লয়কে জানানো হয়েছে।

অতএব, ১৪ দিনের কোয়ারেন্টাইন চলাকালে অনুশীলনের সুযোগ-সুবিধা রাখলে বিসিবি শ্রীলঙ্কা সফরে আগ্রহী হয়ে উঠতে পারে।

(ঢাকাটাইমস/১৯ সেপ্টেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফারিয়া গ্রেপ্তারের ঘটনা গণহত্যার বিচার প্রক্রিয়াকে লঘু করছে: এনসিপি
নুসরাত ফারিয়া কাশিমপুর কারগারে সাধারণ বন্দির সেলে
নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে নেবার কৌশল: ববি হাজ্জাজ
নির্বাচন নিয়ে নানান ষড়যন্ত্র চলছে: মোস্তফা জামান 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা