র‌্যাবের রিমান্ডে প্রদীপের দেহরক্ষী রুবেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২০, ১৩:১৯| আপডেট : ০২ অক্টোবর ২০২০, ১৩:২২
অ- অ+

মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ হত্যায় অভিযুক্ত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমারের দেহরক্ষী রুবেল শর্মাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড নিয়েছে র‌্যাব।

শুক্রবার সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে তাকে র‌্যাব-১৫ কার্যালয়ে নেওয়া হয়। পুলিশের এই এলিট ফোর্সটির মুখপাত্র লে. কর্নেল আশিক বিল্লাহ ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিনহা হত্যার সঙ্গে কনস্টেবল রুবেলের সংশ্লিষ্টতা পাওয়া যাওয়ায় গত ১৪ সেপ্টেম্বর সকালে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। ওসি প্রদীপের ডান হাত হিসেবে পরিচিত ছিল রুবেল। গত সোমবার জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড আবেদন করে র‌্যাব। শুনানি শেষে আদালত তাকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় এপিবিএনের চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা রাশেদ খান। এই ঘটনায় দেশজুড়ে আলোচিত হয়। ৫ আগস্ট নিহত মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে নয়জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন, যা তদন্তের দায়িত্ব পায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নকে (র‌্যাব)।

ঢাকাটাইমস/০২অক্টোবর/এসএস/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে নিরীহ মানুষ ও দলীয় নেতাকর্মী গ্রেপ্তার না করার আহ্বান বিএনপির
জামায়াতের সমবেশ উপলক্ষে বরাদ্দকৃত ট্রেন পরিচালনায় নিয়ম ভঙ্গ হয়নি : রেলপথ মন্ত্রণালয়
নারায়ণগঞ্জকে আর কোনো গডফাদারের কাছে বর্গা দিতে চাই না: নাহিদ
চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সেলিম প্রধানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা