সীতাকুণ্ডে স্ত্রীর ‘লাথির আঘাতে’ স্বামীর মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২০, ১৪:২২
অ- অ+

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ত্রীর লাথির আঘাতে স্বামীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। উপজেলার জঙ্গল সলিমপুর ছিন্নমূল ৫ নং সমাজের ১ নং ওয়ার্ড সলিমপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত আবুল হাসেম (৫৫) সিরাজগঞ্জ জেলার চলঙ্গা থানার আগরপুর ইউনিয়নের মছের আলীর ছেলে। ৯ অক্টোবর ভোরে অসুস্থ অবস্থায় নিজ ঘরে তার মৃত্যু হয়।

জানা গেছে, গত মঙ্গলবার জঙ্গল সলিমপুর এলাকায় স্বামী-স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে আবুল হাসেমের ‘অন্ডকোষে লাথি মারে’ তার স্ত্রী। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়লে ওইদিনই অসুস্থ অবস্থায় তাকে নগরীর একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

৯ অক্টোবর ভোর সাড়ে পাঁচটায় নিজ ঘরে অসুস্থ অবস্থায় তার মৃত্যু ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, ‘স্ত্রীর লাথির আঘাতে গুরুতর আহত হন আবুল হাসেম নামে ওই ব্যক্তি। ধারণা করছি, ব্যথায় লোকটি স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন।’ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/৯অক্টোবর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘সীমান্তে পুশইন নিয়ে সরকার নীরব, কোথায় পাওয়ারফুল খোদা বখস: রিজভী
বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে নারী-শিশুসহ আটক ১৪
ক্রিমিনাল ডাটাবেইজ পর্যালোচনার মাধ্যমে ছিনতাইকারী চক্র শনাক্ত করেছি: নাসিরুল ইসলাম
‘ওয়্যার ৩৬৫’ চালু করলো ব্র্যাক ব্যাংক  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা