ভোটারের জন্য হাহাকার!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২০, ১০:১৫| আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ১১:১৩
অ- অ+

হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-৫ আসনে উপনির্বাচনে ভোট হচ্ছে। কিন্তু রাজধানী ঢাকার এই আসনে নেই নির্বাচনী কোনো আমেজ। কেন্দ্রগুলোতে নেই ভোটারদের তেমন উপস্থিতি। খানেক বাদে বাদে দেখা মিলছে ভোটারদের। ফলে তাড়া নেই নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের।

শনিবার সকাল নয়টা থেকে ঢাকা-৫ আসনের একাধিক কেন্দ্রে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

রায়েরবাগের ৬৫ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলাম ভূইয়া স্কুল এন্ড কলেজ, মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়, হাজী আব্দুল লতিফ ভূইয়া কলেজ, ৬৪ নম্বর ওয়ার্ডের শামীম শিকদার স্টান্ডার্ড স্কুল এন্ড কলেজ, নিউ হিজাজ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র, মান্নান হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এসব কেন্দ্রের মধ্যে দুই একটি কেন্দ্রে ধানের শীষের প্রার্থীর কোনো এজেন্টকে পাওয়া যায়নি। তবে সব বুথেই নৌকার প্রার্থী মনিরুল ইসলাম মনুর এজেন্ট দেখা গেছে।

বিএনপির প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট তানভীর আহমেদ রবিন ঢাকাটাইমসকে অভিযোগ করেছেন, বেশিরভাগ কেন্দ্রে সকাল থেকে বিএনপির এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি। যেখানে যেখানে এজেন্ট বসতে পেরেছিল তাদেরও বের করে দেয়া হয়েছে। যদিও প্রিজাইডিং কর্মকর্তাদের দাবি যারা এসেছেন সবাই বুথে ঢুকতে পেরেছেন।

সিরাজুল ইসলাম ভূইয়া স্কুল এন্ড কলেজের প্রিজাইডিং অফিসার নাজওয়ানুল হক ঢাকাটাইমসকে বলেন, আমার এখানে বিএনপির প্রার্থীর কোনো এজেন্ট আসেনি। আসলে তাদের কোনো অসুবিধা হবে না। নির্বিঘ্নে কাজ করতে পারবেন।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/বিইউ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা