সাতক্ষীরায় ১২০০ ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২০, ১৯:২৬| আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ২০:১৭
অ- অ+

পুলিশের পৃথক অভিযানে এক হাজার ২০০ ইয়াবা, ৩৮ হাজার নগদ টাকা ও পাঁচটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেপ্তার করা হয়েছে পাঁচজন মাদক কারবারিকে। বৃহস্পতিবার রাতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরের বাসস্ট্যান্ড ও শীতলপুর থেকে এসব উদ্ধার ও গ্রেপ্তারের ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন- যশোর জেলার শার্শা উপজেলার ট্যাংরা জামতলা গ্রামের ইমরান হোসেন, এই উপজেলার গিলাপুর গ্রামের নাহিদ পারভেজ, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মনিরুজ্জামান মনি ওরফে পুটে, তার বাড়ির ভাড়াটিয়া উপজেলার মৌতলা গ্রামের রাফায়েত আলী রফু ও তার ছেলে ঈশান।

কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, ইয়াবার একটি বড় চালান নিয়ে যশোরের কয়েকজন মাদক ব্যবসায়ী উপজেলা সদরের বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বেসরকারি বালিকা বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে অবস্থান করছে এমন খবরে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার সময় ওই স্কুলের সামনে থেকে ইমরান ও কায়ুমকে গ্রেপ্তার করা হয়। তাদের দেহ তল্লাশি করে ১৮০টি ইয়াবা ও দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গোপন খবরে বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে তার নেতৃত্বে পুলিশ নাজিমগঞ্জ বাজার সংলগ্ন শীতলপুর গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী মনিরুজ্জামান মনি ওরফে পুটের বাড়িতে অভিযান চালায়। গৃহকর্তা পুটে ও তার ভাড়াটিয়া রাফায়েতের বাসা থেকে এক হাজার ২০ ইয়াবা, নগদ ৩৮ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় পুটে, রাফায়েত ও তার ছেলে ঈশানকে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন জানান, এসব ঘটনায় সহকারী উপ-পরিদর্শক শেখ জামাল হোসেন ও সহকারী উপ-পরিদর্শক তরুণ কুমার অধিকারী বাদী হয়ে শুক্রবার পৃথক দু’টি মামলা করেছেন। গ্রেপ্তারদের শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা