সিরামিকস কারখানা থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলার বহেরা চালা এলাকায় একটি সিরামিকস কারখানার ভেতর থেকে নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবাবর রাতে কারখানা চত্বরে থাকা একটি জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ছমেদ আলী জামালপুরের ইসলামপুর থানার ঘোনাপাড়া পশ্চিম বাবনা এলাকার আছিম উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় এক্স সিরামিকস কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।
কারখানার জিএম হাবিবুর রহমান জানান, গত ২১ অক্টোবর ছমেদ কারখানায় নিরাপত্তাকর্মীর হিসেবে যোগ দেন।
শ্রীপুর থানার পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, সোমবার রাতে কারখানা চত্বরে থাকা একটি জলাশয়ে ছমেদের মরদেহ পড়ে থাকতে দেখেন কারখানার সহকর্মীরা। পরে ঘটনাটি থানায় জানানো হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃতদেহে আঘাতের কোনো চিহ্ন দেখা যায় নি। তবে ছমেদ মৃগী রোগী ছিলেন বলে তার স্ত্রী জানিয়েছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/২৭অক্টোবর/পিএল)

মন্তব্য করুন