আমার কার্টুনে দুঃখিত নই, মহানবীর কার্টুনের জন্য ক্রুদ্ধ: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২০, ১১:৪৭
অ- অ+

সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁর সঙ্গে বাদানুবাদে জড়ানোর পর তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সমালোচনা করে কার্টুন ছেপেছে বিতর্কিত পত্রিকা শার্লি এব্দো। তবে এ বিষয়ে এরদোয়ান জানিয়েছেন, 'আমার কার্টুন ছাপার জন্য আমি দুঃখিত নই বরং মহানবীর কার্টুন ছাপিয়ে তারা ধৃষ্টতা দেখিয়েছে সেই কারণেই আমি ক্রুদ্ধ'। খবর ডয়চে ভেলের

শার্লি এব্দোর কার্টুনকে 'জঘন্য আক্রমণ' বলে বর্ণনা করেন এরদোয়ান। ওই পত্রিকায় আগে ছাপা মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর কার্টুন প্রসঙ্গে এরদোয়ান বলেন, 'যে স্কাউন্ড্রেলরা আমাদের প্রিয় মহানবীকে নিয়ে ওই ধরনের কাজ করতে পারে, তাদের সম্পর্কে আমার কিছুই বলার নেই।'

এরদোয়ান জানিয়েছেন, তার যে কার্টুন ছাপা হয়েছে, তা তিনি দেখেননি। তবে বিষয়টি জানেন। তিনি বলেছেন, 'আমার জঘন্য কার্টুন করেছে বলে আমার রাগ ও দুঃখ হয়নি, এই মিডিয়া আমাদের প্রিয় মহানবীর কার্টুন ছাপার ঔদ্ধত্য দেখিয়েছিল বলে আমি ক্রুদ্ধ।'

শার্লি এব্দোর কার্টুনে দেখা যাচ্ছে, এরদোয়ানের হাতে একটা পানীয়ের ক্যান। তিনি বোরখা পরা এক নারীর পিছনের কাপড় উঠিয়ে দিয়েছেন। আর কার্টুনের ক্যাপশন হলো, এরদোয়ান: ব্যক্তিগত স্তরে খুব মজাদার।

তুরস্ক জানিয়েছে, তারা এই কার্টুনের বিরুদ্ধে আইনগত ও কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে। সরকারি সংবাদসংস্থা জানিয়েছে, শার্লি এব্দোর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এরদোয়ানের আইনজীবীরা একটি মামলাও করেছেন।

আর এরদোয়ানের মিডিয়া ডিরেক্টর বলেছেন, 'এই ধরনের কার্টুন ইসলামোফোবিয়া তৈরি করবে। মনে হচ্ছে, ফ্রান্স সেটাই চাইছে। ম্যাকরোঁ ইসলাম-বিরোধী নীতি নিয়ে চলেছেন। তুরস্কের প্রেসিডেন্টের বিরুদ্ধে এই ধরনের কার্টুন তারই ফসল। এটা ঘৃণা ছড়াবে।'

ঢাকা টাইমস/২৯অক্টোবর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
র‍্যাব সদর দপ্তরে আইনবিষয়ক সেমিনার ও এআই প্রশিক্ষণ অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ' উদ্বোধন
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত
অটোচালককে হত্যা: মির্জাপুরে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা