হিমাঙ্কের নিচে তাপমাত্রা, বরফে মোড়া কাশ্মীর

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২০, ১০:০৫| আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ১০:১২
অ- অ+

শীতের মৌসুম শুরু হতেই বরফ পড়তে শুরু করেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে। এরই মধ্যে সেখানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমেছে। বরফে মুড়েছে গোটা রাজ্য।

রবিবার রাজ্যটিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ২.৮ ডিগ্রিতে। গড় তাপমাত্রা ছিল মাইনাস ১.৪ ডিগ্রি। আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, আকাশ পরিষ্কার থাকায় ঠান্ডা বেশি অনুভূত হয়েছে। এই একই কারণে ঠান্ডা পড়েছে বেশিমাত্রায়।

খবরে বলা হয়েছে, জম্মু কাশ্মীরের মধ্যে সর্বাধিক শীতল জায়গা পহেলগাও। সেখানে তাপমাত্রা মাইনাস ২.৮ ডিগ্রি। পূর্বাভাস অনুযায়ী ১৪ই নভেম্বর পর্যন্ত পরিষ্কার আকাশ থাকবে। ফলে ঠান্ডা আরও বাড়তে পারে।

রবিবার জম্মু সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.২ ডিগ্রি সেলসিয়াস। কাটরা বেস টাউনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি। জম্মু ডিভিশনের বানিহাল, বাটোটে, বদেরওয়া এলাকায় যথাক্রমে ৩.৪, ৬.৮, ৩.৪ ডিগ্রি ছিল তাপমাত্রা। কেন্দ্র শাসিত অঞ্চল লাদাখের লেহতে ১০.৬ ডিগ্রি ও কার্গিলে মাইনাস ৪.২ ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা।

ঢাকা টাইমস/০৯নভেম্বর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপিকে জনসমক্ষে হেয় প্রতিপন্ন করতে একটি মহল মিশন নিয়ে নেমেছে: জামাল কামাল মোল্লা
সর্ষের তেলে রান্না করলে কি হার্টের ঝুঁকি বাড়ে?—বিশেষজ্ঞরা বলছেন যা
জামায়াতের সমাবেশে নেতাকর্মী পরিবহনে তিন জোড়া স্পেশাল ট্রেন চালাবে রেলওয়ে
সাপাহারে শুরু হয়েছে দুই দিনব্যাপী ম্যাংগো ফেস্টিভ্যাল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা