আবার এক হচ্ছেন বাপ্পী-অপু

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ১১:২৪ | প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২০, ০৯:৫০

প্রথম সিনেমা মুক্তির আগেই আরও একটি ছবিতে জুটি বাঁধতে চলেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। তাদের এবারের প্রজেক্টটির সম্ভাব্য নাম ‘প্রিয় কমলা’। এখানে বাপ্পী অভিনয় করবেন ‘প্রিয়’ চরিত্রে আর অপুকে দেখা যাবে ‘কমলা’র ভূমিকায়। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করবেন জনপ্রিয় উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।

পরিচালনার চেয়ারে থাকা আলোচিত এই বিনোদন তারকা জানান, ‘প্রিয় কমলা’য় অভিনয়ের জন্য নায়ক বাপ্পী চৌধুরী ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছে। অন্যদিকে, নায়িকা অপু বিশ্বাস বর্তমানে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ‘ছায়াবৃক্ষ’ নামের একটি সিনেমার শুটিং করছেন। আগামী ২৫ নভেম্বর শুটিং শেষ হবে। এরপর তিনি ঢাকায় ফিরবেন। তখনই তাকে চূড়ান্ত করা হবে। আপাতত অপুর সঙ্গে মৌখিক কথাবার্তা হয়েছে।’

নতুন এই সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে বাপ্পী চৌধুরী বলেন, ‘চ্যানেল আই-ইমপ্রেস আমার পরিবারের মতো। আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য এটি বেশ সহায়ক একটি নাম। আর জয় ভাই আমাদের পছন্দের একজন মানুষ। তার সঙ্গে আমার যুদ্ধ যুদ্ধ সম্পর্ক। এবার জয় ভাইয়ের যুদ্ধে সারথী হচ্ছি। সিনেমার গল্পটি ভালো লেগেছে। অপুর সঙ্গে জুটি বেঁধে আবার ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছি। সব মিলিয়ে দারুণ একটি প্যাকেজ। আশা করি ভালো কিছু হবে।’

অন্যদিকে চট্টগ্রাম থেকে মোবাইল ফোনের মাধ্যমে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, ‘আমার সুদীর্ঘ ক্যারিয়ারে বাপ্পীর সঙ্গে মাত্র একটি সিনেমা করেছি। সেটি এখনো মুক্তি পায়নি। কিন্তু আমার বিশ্বাস, সিনেমাটি মুক্তি পেলে দর্শকদের কাছে বেশ সাড়া পাবে। তবে প্রথমটি মুক্তির আগেই বাপ্পীর বিপরীতে নতুন আরেকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলাম। কথাবার্তাও প্রায় চূড়ান্ত। সব ঠিক থাকলে আমরা নতুন একটি সিনেমা করতে যাচ্ছি।’

প্রসঙ্গত, বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস জুটির প্রথম সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’। এটি পরিচালনা করেছেন ‘পথের প্যাঁচালি’ খ্যাত উপস্থাপক ও নির্মাতা দেবাশীষ বিশ্বাস। সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। তার আগে শুরু হতে যাচ্ছে বাপ্পী-অপুর ‘প্রিয় কমলা’। এই সিনেমার পরিচালক জয়ের পরিকল্পনা মতো, বাকি অভিনয়শিল্পীদের শিগগিরই চূড়ান্ত করা হবে। ডিসেম্বরে শুটিং শুরু হবে। এরপর সব কাজ শেষে সিনেমাটি নতুন বছরে যেকোনো সময়ে মুক্তি পাবে।

ঢাকাটাইমস/১৪নভেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :