ফের বামবার সভাপতি হামিন

‘সংগীতাঙ্গনের মানুষের এক বছর ধরে কোনো আয়–রোজগার নেই। তারা অনেকে কষ্টে জীবন পার করছেন। করোনার সংকটে একটা বিষয় আবারও দৃশ্যমান, এই অঙ্গনের মানুষের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। নিজেদের ভবিষ্যত নিজেদেরই গড়তে হবে।’
বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হওয়ার পর আক্ষেপ করে কথাগুলো বলছিলেন মাইলস ব্যান্ডের অন্যতম সদস্য হামিন আহমেদ (শাফিন আহমেদের ভাই)। এ নিয়ে ১৪ বছর ধরে বামবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
সভাপতি হিসেবে দেশের ব্যান্ড জগতের প্রতি হামিনের অঙ্গীকার, ‘বামবার এবারের কমিটি শিল্পীদের আরও সুসংগঠিত করে সংগীতাঙ্গনে মেধাসত্ত্বের অধিকার নিশ্চিতে কাজ করবে।’ আগামী দুই বছর হামিন কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে, নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ওয়ারফেজ ব্যান্ডের এস এম আলম টিপু। সাধারণ সম্পাদক পদে রযেছেন ক্রিপটিক ফেটের সাকিব চৌধুরী। অ্যাসিসট্যান্ট সেক্রেটারি আর্টসেলের কাজী আশেকীন সাজু, কোষাধ্যক্ষ পেন্টাগনের আলী সুমন। এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে থাকছে সোলস, দলছুট, নেমেসিস ও পাওয়ারসার্জ।
ঢাকাটাইমস/২৮নভেম্বর/এএইচ
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

এস কে সমীরের নতুন গান 'একটু অন্যরকম তুই '

বেরসিক অক্ষয়কে ছেড়ে গিয়েছিলেন প্রেমিকা

আওয়ামী লীগে পদ পেয়ে উচ্ছ্বসিত ঊর্মিলা

অনিলের বিশ্বাসঘাতকতাই বাঁচিয়েছিল মাধুরীর ক্যারিয়ার

দ্বিতীয় সন্তান নিয়ে কঠিন সিদ্ধান্ত সাইফ-কারিনার

শুটিং লোকেশন দেখতে দুবাইয়ে নজরুল রাজ

প্রযোজনায় তমা, প্রথম পরিচালক তৌকীর

মহিদুলের ‘শিল্পী’ নাটকে একদিনে ১ মিলিয়ন ভিউ

সিজন-১৩ নিয়ে সিসিমপুরের নতুন মৌসুম শুরু
