ময়মনসিংহে ৩০ হাজার স্থানে একযোগে ‘মাস্ক ক্যাম্পেইন’

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২০, ১৮:০৩| আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ১৮:১১
অ- অ+

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রতিদিনই মৃত্যু হচ্ছে। শনাক্তও হচ্ছেন অসংখ্য মানুষ। এ অবস্থায় করোনা সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে ময়মনসিংহে একযোগে ৩০ হাজার পয়েন্টে একযোগে ‘মাস্ক ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে জেলা প্রশাসনের উদ্যোগে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কামরুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার এইচ এম লোকমান হোসেন, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়া, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অমিত রায়সহ বিভাগীয় ও জেলার বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম ও আইন প্রয়োগের প্রক্রিয়া একই সঙ্গে চলবে। সরকারি বেসরকারি কার্যলায়, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরসহ জেলার ৩০টি পয়েন্টে একযোগে এই মাস্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচি অব্যাহত থাকবে।

ঢাকাটাইমস/২৯নভেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা