অপরাধী যে দলেরই হোক ক্ষমা নেই: সিংড়া মেয়র

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২০, ১৬:০৪| আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ১৬:১২
অ- অ+

সিংড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস বলেছেন, জননেত্রী শেখ হাসিনা সরকার উন্নয়ন ও সুশাসনের সরকার। বিগত দিনে ন্যায়কে প্রতিষ্ঠা করতে কখনো আপনজন দেখিনি। বিপদে-আপদে সব সময় জনগণের পাশে থেকেছি। অপরাধী যে দলেরই হোক তার কোনো ক্ষমা নেই। আর ন্যায় প্রতিষ্ঠার জন্য যদি আমি আপনাদের কাছে খারাপ হই তবে আমি খারাপ।

সোমবার রাত সাড়ে ৮টায় শহরের গোডাউন পাড়া মহল্লায় পৌর নির্বাচনী বৈঠকে মেয়র এসব কথা বলেন।

জান্নাতুল ফেরদৌস বলেন, এখন কাদা ছোড়াছুড়ি না করে নৌকার পক্ষে কাজ করতে হবে। সরকারের উন্নয়ন ও সুশাসনের ধারাবাহিকতা রক্ষা করতে হবে।

বৈঠকে আরো বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ফাহমিদা আক্তার আখি, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল বিহারী দাস, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব, পৌর কাউন্সিলর দেদার হায়াত বেনু, যুবলীগের সভাপতি হোসেন তালুকদার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাসান ইমাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল প্রমুখ।

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে দুই ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন, জরিমানা ২ লাখ
পুলিশের এসপি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি, ১০ জন পেলেন অতিরিক্ত ডিআইজির দায়িত্ব
ট্রাম্পের নতুন আইন, অন্য দেশে রেমিট্যান্স পাঠাতে লাগবে পাঁচ শতাংশ কর
সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে সার্চ কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা