আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২০, ১৫:৫৬
অ- অ+

ভেনেজুয়েলার জাতীয় নির্বাচনে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আবারও নির্বাচিত হয়েছেন। মাদুরোর ইউনাইটেট সোসালিস্ট পার্টি ও বামপন্থি জোট ৬৭.৭ শতাংশ ভোট পেয়ে দেশটিতে আবারও ক্ষমতায় এসেছেন। যদি মাদুরোর পদত্যাগ চেয়ে প্রধান বিরোধী দলগুলো এই নির্বাচন বয়কট করেছে। খবর আল জাজিরা।

রবিবার নির্বাচনের ফলাফল ঘোষনা করেন ভেনেজুয়েলার ‘ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিলের’ প্রেসিডেন্ট ইন্ডিরা আলফনজো। বলেন, ‘ভেনেজুয়েলার ৮০ শতাংশ নাগরিক নির্বাচনে ভোট দিয়েছেন। যাদের মধ্যে ৬৭.৭ শতাংশের ভোট পড়েছে নিকোলাস মাদুদোর জোটের পক্ষে। অন্যদিকে শুধুমাত্র ১৮ শতাংশ ভোট পেয়েছেন মার্কিন সমর্থিত বিরোধী দলীয় রাজনীতিবিদ জুয়ান গাইদোর জোট।’

দেশটির টেলিভিশনে প্রচারিত এক ভাষণে মাদুরো বলেন, ‘এটি মহান বিজয়। ভেনেজুয়েলার নাগরিকদের ভোটের মাধ্যমে আমরা সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছি।’

যুক্তরাষ্ট্র সমর্থিত বিরোধী দলীয় রাজনীতিবিদ জুয়ান গাইদো এই নির্বাচনের ফলাফল প্রত্যাখান করেছেন। প্রেসিডেন্ট মাদুরোকে দমানোর জন্য গেল ২০১৯ সালের এপ্রিল থেকে ভেনেজুয়েলার উপর অর্থনীতিক অবরোধ দেয় যুক্তরাষ্ট্র।

মাদুরোর পদত্যাগ ও নতুন করে জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলনে নেমেছে গাইদো। বলেছেন, ‘যদিও আমি আজকে কোন জাদুকরি সমাধান দিতে পারব না। শুধু এইটুকু বলতে চাই আপনারা একা নন। আমরা এখনই হাল ছেড়ে দিচ্ছি না। বিজয়ী না হওয়া পর্যন্ত আমরা লড়ে যাব।’

দেশের এমন অর্থনৈতিক দৈন্যদশার সময় একশটি দল থেকে এক হাজার ৪০০ জন প্রার্থী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ২০১৯ সালের নভেম্বর থেকে দেশটিতে মুদ্রাস্ফীতির হার চার হাজার শতাংশে পৌঁছেছে। ফলে প্রায় ৫০ লাখ মানুষ দেশ ছেড়ে অন্যত্র পালিয়েছে।

ঢাকাটাইমস/৭ডিসেম্বর/এনএইচএস/

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা