এবার ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি ভুটানের

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২০, ১৪:৩৯| আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ১৬:১০
অ- অ+

মরক্কোর পর এবার এশিয়ার দেশ ভুটানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি করেছে ইসরায়েল। শনিবার ভুটানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাবি আশকেনাজি বলেন, ‘ভুটানের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার মধ্য দিয়ে এশিয়ায় ইসরায়েলের সম্পর্ক গভীরতর হবে।’ খবর গার্ডিয়ানের।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় গেল চার মাসে আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি করেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে ইরানের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে ট্রাম্প এই নীতি গ্রহণ করেছিলেন।

শনিবার ভুটানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তির পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘ইহুদিবাদী রাষ্ট্রটির সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠায় আরও কয়েকটি দেশের যোগাযোগ চলছে।’

এদিকে রাজনীতি বিশ্লেষকরা বলছেন ভুটানের পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনকারী দেশগুলো হতে পারে সৌদি আরব, ওমান এবং ইন্দোনেশিয়ার মতো ইসরায়েলের বিরোধিতা করে আসা এশিয়ার কয়েকটি দেশ।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বের/এনএইচএস/একে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ট্রায়াল অব সূর্যসেন’ নাটকের ৩৯তম মঞ্চায়ন শিল্পকলায়
মির্জা আব্বাসের ১৮ বাড়ির মামলার যুক্তিতর্ক ৩১ আগস্ট
‘বিজিবির মৎস্য সপ্তাহ-২০২৫’ কর্মসূচির উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক
ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা