মানিকছড়িতে তরুণী নিখোঁজ, ৪ দিনেও মেলেনি সন্ধান

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২১, ২০:৩৪
অ- অ+

নিখোঁজের চার দিন পরও তার সন্ধান মেলেনি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ২ নং বাটনাতলী ইউনিয়নের নামারপাড়া এলাকার এক তরুণীর।

নিখোঁজ তরুণীর বাবা জানান, তিনি গত শনিবার সকালে বাড়ি থেকে কাজে বের হন এবং তার স্ত্রী মন্দিরে চলে যায়। দুপুরে দু’জনেই বাড়ি ফিরে দেখেন, তাদের মেয়ে রূপালী মারমা বাড়িতে নেই। খোঁজা-খুঁজির এক পর্যায়ে প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারে রূপালী তার নানার বাড়ি গেছে। তবে, সেখানে খোঁজ নিয়ে জানা যায় রূপালী নানার বাড়িতে যায়নি। এরপর থেকে পরিবারের লোকজন তাদের আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজা-খুঁজির পরও তার কোনো সন্ধান পায়নি। তাদের ধারণা, নানার বাড়ি যাওয়ার পথে রূপালি নিখোঁজ হয়। পর দিন গত রবিবার মানিকছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেন ওই তরুণীর বাবা।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েটিকে উদ্ধারে কাজ করছে পুলিশ।

(ঢাকাটাইমস/৬জানুয়ারি/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা