দুই ঘণ্টায় ডিএসইতে সূচক বাড়লো ১৬৩ পয়েন্ট

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২১, ১২:৩০
অ- অ+

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম দুই ঘণ্টায় সূচক বেড়েছে ১৬৩ পয়েন্ট। বেড়েছে বেশির ভাগ কোম্পানির দর। প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে মোট ১১২৭ কোটি টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, লেনদেনের প্রথম দুই ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসই এক্স ১৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯৩৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩২৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৪৩ পয়েন্টে।

বাজার বিশ্লেষণ করে দেখো গেছে, আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৫৬ টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২১৫ টি কোম্পানির। দর কমেছে ৮১ টি কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ৬০ টি কোম্পানির।

অপর দিকে দেশের অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সবগুলো সূচকের সাথে বেড়েছে বেশির ভাগ কোম্পানি ও ইউনিটের দর। বৃহস্পতিবার সিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৩০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪৭টি কোম্পানির। দর কমছে ৫৮ টি কোম্পানির । দর অপরিবর্তিত রয়েছে ২৫ টি কোম্পানির। দুই ঘন্টায় সিএসইতে মোট লেনদেন হয়েছে ৪০ কোটি ৭০ লাখ ৬৩ হাজার টাকা।

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/এসআই/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা