বাগেরহাটে কৃষি জমির মাটি ইটভাটায় ব্যবহারে জরিমানা

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মার্চ ২০২১, ১৯:১৫

বাগেরহাটে কৃষি জমি থেকে মাটি কেটে ইটভাটায় ব্যবহার করার অপরাধে এক ভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের কেশবপুর গ্রামের মেসার্স মনির ব্রিকসকে এই জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ভাটা মালিকের নাম মো. মিজানুর রহমান মনির।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক বাগেরহাটের নির্বাহী হাকিম আরাফাত সিদ্দিকী বলেন, বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের কেশবপুর গ্রামের মেসার্স মনির ব্রিকস নামে এই ইটভাটাটি দীর্ঘদিন ধরে পাশের কৃষি জমির মাটি কেটে তা দিয়ে ইট তৈরি করে আসছিলেন। কৃষি জমি থেকে দিনের পর দিন মাটি কাটায় ওই কৃষি জমির উর্বর শক্তি কমে আসছে এবং পরিবেশের ক্ষতি হচ্ছে। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর কয়েকটি ধারা লঙ্ঘন করার অপরাধ স্বীকার করায় ভাটা মালিক মিজানুর রহমান মনিরকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে ভবিষ্যতে কৃষি জমির মাটি কেটে আর ইটভাটায় ব্যবহার না করার জন্য তাকে সতর্ক করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৮মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :