গুচ্ছ পদ্ধতিতে ভর্তি আবেদনের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২১, ০৯:৪৯

মহামারি করোনাভাইরাসের কারণে চলমান লকডাউন যেদিন শেষ হবে, তার থেকে ১০ দিন পর পর্যন্ত আবেদন করা যাবে। সেই সাথে মানবিক ও বাণিজ্যে ১ করে গ্রেড কমানোর সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ।

গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের শেষদিনে বাড়ানো হলো আবেদনের সময়। একই সঙ্গে কমানো হয়েছে আবেদনের গ্রেডিংও।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) গুচ্ছ ভর্তি পরীক্ষার সমন্বয় কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন বৈঠকে অংশ নেওয়া একাধিক সদস্য।

এর আগে গত ১০ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বাড়ানো হবে না আবেদনের সময়।

বৈঠকে উপস্থিত বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির দায়িত্বে থাকা অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, ‘যেহেতু লকডাউন, তাই অনেকেই আবেদন করতে পারেনি। আবেদনের সংখ্যাও অনেক কম।

আমরা আবেদনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। লকডাউন যেদিন শেষ হবে, তার থেকে ১০ দিন পর পর্যন্ত আবেদনের সময় থাকবে। একই সাথে মানবিক ও বাণিজ্যে ১ করে গ্রেড কমানোর সিদ্ধান্ত হয়েছে।’

বৃহস্পতিবার পর্যন্ত কত আবেদন পড়েছে জানতে চাইলে তিনি বলেন, ৩ লাখ ২৪ হাজার ৮০৪ আবেদন পড়েছে । যার মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ৮৬ হাজার ৫৩৮ জন। ‘বি’ ইউনিটে ৯১ হাজার ৫৩৫ জন ও ‘সি’ ইউনিটে ৪৬ হাজার ৭৩৩ জন আবেদন করেছেন।

গত ১ এপ্রিল থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়। পরীক্ষা শুরু হবে ১৯ জুন থেকে। গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য ভর্তি সংশ্লিষ্ট ওয়েব সাইট (www.gstadmission.org এবং www.gstadmission.ac.bd) এ পাওয়া যাবে।

ঢাকাটাইমস/১৬এপ্রিল/এসকেএস

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

ঢাবি বিএনসিসির প্রাক্তনদের হাতপাখা বিতরণ কর্মসূচি

কুবি শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

শনিবার খুলবে স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয়

যে কারণে আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে না নোবিপ্রবি

ব্যতিক্রমী উদ্যোগ: শিক্ষার্থীদের জন্য শরবতের আয়োজন ঢাবি অধ্যাপকের

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহ্ উদ্দিন

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান কুবি শিক্ষার্থীদের

পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রতি বছর ফিলিস্তিনের ২০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

পরীক্ষায় বসতে রাজি বুয়েট শিক্ষার্থীরা

এই বিভাগের সব খবর

শিরোনাম :