ইরানে সুইস কূটনীতিকের মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মে ২০২১, ১৬:৩৫
অ- অ+

তেহরানের উত্তরাঞ্চল থেকে সুইস দূতাবাসের এক কূটনীতিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি নিখোঁজ ছিলেন। এরপর বাগানকর্মীরা তার মৃতদেহ খুঁজে পায়। ইরানের ইমার্জেন্সি সার্ভিসের একজন মুখপাত্র জানিয়েছেন, উঁচু ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।

সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দূতাবাসের একজন কূটনৈতিক কর্মকর্তা দুর্ঘটনায় নিহত হয়েছেন। তবে নিহতের পরিচয় প্রকাশ করেনি তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এমন মর্মান্তিক দুর্ঘটনায় মন্ত্রণালয় এবং ফেডারেল কাউন্সেলর ইগনাজিও ক্যাসিস গভীরভাবে শোকাহত। তারা নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

ইরানের ইমার্জেন্সি সার্ভিসের মুখপাত্র মোজতবা খালেদী জানান, ওই কূটনীতিক যে ভবনে বসবাস করছিলেন তার কর্মীরা তাকে খুঁজে পাচ্ছিলেন না। এরপর একজন বাগানকর্মী তার মৃতদেহ দেখতে পান।

১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লব সংগঠিত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছেদ হয়। এরপর ইরানে অবস্থিত সুইস দূতাবাস যুক্তরাষ্ট্রের কূটনৈতিক স্বার্থ রক্ষার জন্য কাজ করছে।

(ঢাকাটাইমস/০৪মে/কেআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
র‍্যাব সদর দপ্তরে আইনবিষয়ক সেমিনার ও এআই প্রশিক্ষণ অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ' উদ্বোধন
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত
অটোচালককে হত্যা: মির্জাপুরে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা