নারিকেলের ভেতরে ৪০ লাখ টাকার হেরোইন!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০২১, ২১:৩৭
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নারিকেলের ভেতর থেকে ৪০ লাখ টাকা দামের হেরোইন জব্দ করেছে র‌্যাব-১০। এ ঘটনায় মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন- সাফিয়া খাতুন এবং আসমা।

বুধবার বিকালে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৪৭৫ টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, বিকাল সাড়ে চারটার দিকে র‌্যাব-১০ এর একটি দল উত্তর যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে নারিকেলের ভেতরে অভিনব কায়দায় বহনের সময় ৪০০ গ্রাম হেরোইনসহ সাফিয়া খাতুন এবং আসমা নামের দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, তারা নারী পেশাদার মাদক ব্যবসায়ী। এরা বেশ কিছুদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৯জুন/এএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা