অটোরিকশায় ট্রেনের ধাক্কা, দুই ভাই নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২১, ০৯:০৩| আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১০:০৪
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা দুই ভাই। এ সময় তাদের বাবা গুরুতর আহত হয়েছেন।

রবিবার ভোর পৌনে ৫টার দিকে উপজেলার তালশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর গ্রামের বাসিন্দা রুবেল (৩৩) ও পাভেল (২৩)। তাদের বাবা সাদেক মিয়াও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ধর্মজিৎ সিংহা জানান, ভোরে একটি অটোরিকশা তালশহরের ভেতর দিয়ে জেলা শহর থেকে আশুগঞ্জ সদরের দিকে যাচ্ছিল। তালশহর রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মেইল ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশায় থাকা দুই ভাই নিহত হন এবং তাদের বাবা আহত হন।

গুরুতর আহত সাদেক মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ দলের কার্যক্রম ও নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের
ই-কমার্সকে দারিদ্র্য বিমোচনের কম্পোনেন্ট করতে চাই: ফয়েজ আহমদ তৈয়্যব
২১ মে থেকে পুনরায় ফ্লাইট চালু করছে নভোএয়ার
স্বাধীনতার পতাকা নিয়ে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা