পাকিস্তানে চীন, রাশিয়াসহ ৭ দেশের গোয়েন্দা প্রধানদের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২১, ১২:৪০
অ- অ+
সম্প্রতি কাবুল সফল করেন আইএসআই প্রধান- ডন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চীন রাশিয়াসহ সাত দেশের গোয়েন্দা প্রধানদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান ফায়েজ হামিদের আহ্বানে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ফায়েজ আহমেদ সম্প্রতি কাবুল সফর করেছেন। সেখান থেকে ফেরার একদিন পরই এমন বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারতকে ওই বৈঠকে ডাকা না হলেও এই বৈঠকে তারা গুরুত্বের সঙ্গে নিয়েছে। খবর ডনের

খবরে বলা হয়েছে, আগামী দিনে পাক-আফগান সম্পর্ক, অর্থনীতি ও নিরাপত্তা নিয়ে বৈঠকে আলোচনা সেরেছেন তারা।

বৈঠকে উপস্থিত দেশগুলো হলো- চীন, রাশিয়া, ইরান, কাজাখস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।

গত সপ্তাহে এই দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হয়েছিল। কিন্তু সেখানে হাজির ছিলেন না রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। শনিবার ইসলামাবাদের বৈঠকে যোগ দিয়েছে রাশিয়াও। একেই গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বর্ণনা করছেন পাকিস্তানের কূটনীতিকরা।

সূত্রের খবর, বৈঠকে আইএসআই প্রধান মূলত পাকিস্তান ও আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। সেখানেই ঘুরেফিরে এসেছে তালেবান নেতৃত্বের সাথে আগামী দিনে কেমন সম্পর্ক রাখা হবে, তা নিয়ে বিভিন্ন দেশের বক্তব্য। বৈঠকে অর্থনীতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা