infostation welcome Banner

পরিমাপে কম দেওয়ায় মানিকগঞ্জে দুই পেট্রোল পাম্পকে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২১, ২২:৩২
অ- অ+

পরিমাপে কারচুপি করায় মানিকগঞ্জের দুটি পেট্রোল পাম্পকে এক লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরিমাপ যন্ত্র ঠিক না করা পর্যন্ত পেট্রোল পাম্প দুটিকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সংস্থাটি।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এই অর্থদণ্ড ও ফিলিং স্টেশন সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেন।

পেট্রোল পাম্প দুটি হলো- মানিকগঞ্জ সদরের নারাঙ্গাই এলাকার ধলেশ্বরী ফিলিং স্টেশন ও মানিকগঞ্জ-সিঙ্গাইর আঞ্চলিক মহাসড়কের পাশে মিতরা এলাকার মিলন ফিলিং স্টেশন।

এ বিষয়ে আসাদুজ্জামান রুমেল বলেন, ভোক্তাদের পেট্রোল পাম্পগুলোতে লিটার প্রতি তেল কম দেওয়া হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে আজ জেলার পাঁচটি পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে ধলেশ্বরী ফিলিং স্টেশনে প্রতি পাঁচ লিটার পেট্রলে ৩৪৪ মিলিলিটার ও মিলন ফিলিং স্টেশনে ১৬০ মিলিলিটার পেট্রল কম দেওয়ার বিষয়টির প্রমাণ পাওয়া যায়।

ভোক্তাদের ঠকানোর দায়ে ওই দুটি পেট্রোল পাম্পের মালিককে এক লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা ও পরিমাপ যন্ত্র ঠিক না করা পর্যন্ত বন্ধ ঘোষণা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যদি তারা এই নির্দেশনা অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অস্বাভাবিক জোয়ারে তলিয়ে গেছে বরিশাল, পানিবন্দি লাখো মানুষ
কলকাতার সিনেমায় শারমান যোশি-সুস্মিতার সঙ্গে তানজিন তিশা
Economic Priorities in Bangladesh's 2025-26 National Budget
গাজায় এবার অপুষ্টিতে মরছে মানুষ, শুক্রবার ৯ জনের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা