৭ ঘণ্টা পর ঢাকা-সিলেট-চট্টগ্রাম ট্রেন চলাচল শুরু

নগর প্রতিবেদক, গাজীপুর
| আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৯:০০ | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৭

গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেনের তিনটি লাইনচ্যুত বগি উদ্ধার শেষে সাড়ে সাত ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টা ৫৫ মিনিটে রেল যোগাযোগ শুরু হয়। টঙ্গী রেল স্টেশন মাস্টার রাকিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

রাকিবুর রহমান জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রেন মঙ্গলবার সকাল ১০টা ২৮ মিনিটে টঙ্গী এলাকায় পৌঁছলে তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ থাকে। দুর্ঘটনার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।

পরে দুপুর ১টা ২০ মিনিটে ট্রেন উদ্ধারে কর্তৃপক্ষ রিলিফ ট্রেন নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে দুপুর পৌনে ২টার দিকে উদ্ধার কাজ শুরু হয়। বেলা ৫টার দিকে লাইন থেকে দুটি বগি সরিয়ে নেয়ার পর স্লিপার ও পাটাতন মেরামত কাজ শুরু করা হয়।

বিকাল ৫টা ৫৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা কবলিত লাইন দিয়ে টঙ্গী স্টেশন অতিক্রম করে ঢাকায় ঢুকলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে আসে।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :