সাইবেরিয়ায় মাছ ধরতে ব্যস্ত পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২:১৩
অ- অ+

ছুটিতে মাছ ধরতে, ঘোড়ায় চড়তে দেখা গিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। আবারও একই মুর্তিতে ধরা দিলেন তিনি। সাইবেরিয়ায় অবসর কাটানোর ছবি প্রকাশ করেছে ক্রেমলিন। সেখানে বড়শি দিয়ে মাছ ধরতে দেখা গিয়েছে তাকে।

পুতিনের অবসর কাটানোর ২০টি ছবি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে অন্যতম হাঁটুজল নদীর মধ্যে ৬৮ বছরের পুতিনের দাঁড়িয়ে থাকার ছবি। মাথায় রয়েছে টুপি। এছাড়াও তাকে দেখা গিয়েছে মাছ ধরতে কিংবা রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে আলাপচারিতা সারতে।

গত মাসের মাঝামাঝি সময়ে রুশ ‘আয়রন ম্যান’ ভ্লাদিমির পুতিনের কনভয়ের এক আধিকারিকের শরীরে করোনার একটি নতুন স্ট্রেন পাওয়া গিয়েছিল। তারপরই সতর্কতামুলক পদক্ষেপ হিসেবে নিভৃতবাসে চলে গিয়েছিলেন তিনি।

এর আগে খালি গায়ে সানগ্লাস পরে ঘোড়ার পিঠে বসে কিংবা রাইফেল হাতে নিয়ে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে তাকে। বছর তিনেক আগে শীতকালের তুষার ঘেরা কনকনে সাইবেরিয়ার হিমশীতল জলাধারে সাঁতার কাটতে দেখা গিয়েছিল রুশ প্রেসিডেন্টকে। এবার নিভৃতাবাসেও জলে জঙ্গলে প্রকৃতির বুকে ঘুরে বেড়ালেন তিনি।

বিশ্বে প্রথম করোনার ভ্যাকসিন নিয়ে আসার ঘোষণা করেছিল রাশিয়াই। নানা বিতর্কের মাঝেও পুতিন বলেছিলেন, রাশিয়ার তৈরি ‘‌স্পুটনিক ফাইভ’‌ মানুষের শরীরে নিরাপদ ও সুরক্ষিত। টিকার প্রথম ডোজ তার মেয়েকে দেওয়া হয়েছে। কোনোরকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। পরে তিনি নিজেও স্পুটনিক ভি টিকার দু’টি ডোজই নেন।

ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে নিরীহ মানুষ ও দলীয় নেতাকর্মী গ্রেপ্তার না করার আহ্বান বিএনপির
জামায়াতের সমবেশ উপলক্ষে বরাদ্দকৃত ট্রেন পরিচালনায় নিয়ম ভঙ্গ হয়নি : রেলপথ মন্ত্রণালয়
নারায়ণগঞ্জকে আর কোনো গডফাদারের কাছে বর্গা দিতে চাই না: নাহিদ
চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সেলিম প্রধানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা