খুবির হল খুলছে ১৮ অক্টোবর

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১৮ অক্টোবর হলগুলো খুলে দেয়া হবে বলে বুধবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২১৫তম জরুরি সভায় সিদ্ধান্ত হয়।
১৮ অক্টোবর মাস্টার্স ও স্নাতক চতুর্থ বর্ষ এবং ২৬ অক্টোবর থেকে অন্যান্য বর্ষের আবাসিক শিক্ষার্থীরা পর্যায়ক্রমে হলে উঠতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেটের সভাপতি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। সভায় বিশ্ববিদ্যালয়ের হল খোলার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির নির্দেশনা এবং বিশ্ববিদ্যালয়ের হলসহ সার্বিক অন্যান্য প্রস্তুতি পর্যালোচনা করে হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে সিন্ডিকেটের সচিব ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর খান গোলাম কুদ্দুস এ তথ্য জানান। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হলে ওঠার আগে আবাসিক শিক্ষার্থীদের পরিচয়পত্র, টিকা গ্রহণের সনদ অথবা রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি স্ব স্ব হলে জমা দিতে হবে।
(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/কেএম)

মন্তব্য করুন