বাউফলে শিশু হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২১, ১৫:৫৩
অ- অ+

পটুয়াখালীর বাউফল উপজেলায় শিশু শিক্ষার্থী আরাফাত হোসেনের (৮) হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার বেলা ১১টায় কালাইয়া-লোহালিয়া সড়কের আদাবাড়িয়া ইউনিয়ন এলাকায় এ মানববন্ধন হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য শাহাবুদ্দিন আহম্মেদ সাবু, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য বশির মোল্লা, নিহত শিশুর বাবা হাসান প্যাদা ও মা পারভীন।

বক্তারা অভিযোগ করেন, দির্ঘদিন অতিবাহিত হলেও হত্যাকারীদের এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তারা অভিলম্বে অভিযুক্তদরে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের টমটম চালক হাসান প্যাদা, তার আট বছরেরর শিশু সন্তান আরাফাতকে কাশিপুর আল ইয়াসিন শিশু সদনে নজরানা বিভিাগে পবিত্র কোরান শরীফ হেফজ্ করার উদ্দেশ্যে ভর্তি করেন। গত ২২ আগস্ট বিকালে অধ্যক্ষ মো. জিকিরুল্লাহ ক্ষোভের বশবর্তী হয়ে আরাফাতকে মাদ্রাসার দোতালার একটি দেয়ালের সঙ্গে মাথায় একাধিকবার আঘাত করেন। এতে শিশু আরাফাতের মাথার ডানপাশ ও ডান চোখ গুরুতর জখম হয়।

গুরুতর অসুস্থ পটুয়াখালী জেনারেল হাসপাতাল ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ২৪ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে অধ্যক্ষ মো. জিকিরুল্লাহ ও তার ভাই কাওছার হোসেনসহ অজ্ঞাত তিন-চারজনের বিরুদ্ধে বাউফল থানায় মামলা করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/৪অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ ৩ 
শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
শিবচরে প্রতিবন্ধী ছেলেকে সেতু থেকে ফেলে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে
জেনে নিন ঢাকায় ফিরে কোন গাড়ি চড়বেন বেগম খালেদা জিয়া, প্রস্তুত নতুন টয়োটা ক্রাউন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা