সবাই করোনা নেগেটিভ, অনুশীলনও করল টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২১, ২০:৩২| আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ২০:৩৮
অ- অ+

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমপর্বে অংশগ্রহণের জন্য আগে-ভাগেই ওমানে চলে গিয়েছে বাংলাদেশ দল। সেখানে গিয়ে করোনা টেস্ট করতে হয়েছে মাহমুদউল্লাহদের। তাতে সবাই হয়েছে নেগেটিভ। এরপরই প্রথমদিনের মতো অনুশীলনও করেছে কোচ রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা।

ফিটনেম ট্রেনিংয়ের মাধ্যমে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হয়। এরপর গা গরমের জন্য ফুটবলে মেতে উঠে দলের সবাই। এরপর কিছুক্ষণ ফুটবল খেলার পর ফিল্ডিং, ব্যাটিং, বোলিং অনুশীলন করে নিজেদের ঝালিয়ে নেন ক্রিকেটাররা। ছুটি কাটিয়ে তাদের অনুশীলনে দেখভাল করেছেন কোচিং স্টাফরাও।

আগামী দুইদিনও এই মাঠেই অনুশীলন করে যাবেন ক্রিকেটাররা। অনুশীলন শেষে ওমান ‘এ’ দলের বিপক্ষে শুক্রবার একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। পরের দিন মাহমুদউল্লাহরা আরব আমিরাতের উদ্দেশে ওমান ছাড়বেন।

সূচি অনুযায়ী, ওমানের স্থানীয় দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। যদিও সেটি বাতিল হয়ে যায়। তবে ওমানে পৌঁছেই দুই পক্ষ আলোচনা করে প্রস্তুতি ম্যাচের সূচি চূড়ান্ত করে ফেলেছে। ৮ অক্টোবর ওমান ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডের মূল মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে আগামী ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর একদিন পর স্বাগতিক ওমানের মুখোমুখি হবে টাইগাররা। আর গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে লড়বে মাহমুদউল্লাহ রিয়াদরা।

(ঢাকাটাইমস/০৫অক্টোবর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তান সফরে সরকারের সবুজ সংকেত পেল টাইগাররা
চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র থেকে সরে আসতে হবে: ১২ দলীয় জোট
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দিলেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা
রাজশাহীতে আম সংগ্রহ-বাজারজাতকরণ শুরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা