সবাই করোনা নেগেটিভ, অনুশীলনও করল টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ২০:৩৮ | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২১, ২০:৩২

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমপর্বে অংশগ্রহণের জন্য আগে-ভাগেই ওমানে চলে গিয়েছে বাংলাদেশ দল। সেখানে গিয়ে করোনা টেস্ট করতে হয়েছে মাহমুদউল্লাহদের। তাতে সবাই হয়েছে নেগেটিভ। এরপরই প্রথমদিনের মতো অনুশীলনও করেছে কোচ রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা।

ফিটনেম ট্রেনিংয়ের মাধ্যমে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হয়। এরপর গা গরমের জন্য ফুটবলে মেতে উঠে দলের সবাই। এরপর কিছুক্ষণ ফুটবল খেলার পর ফিল্ডিং, ব্যাটিং, বোলিং অনুশীলন করে নিজেদের ঝালিয়ে নেন ক্রিকেটাররা। ছুটি কাটিয়ে তাদের অনুশীলনে দেখভাল করেছেন কোচিং স্টাফরাও।

আগামী দুইদিনও এই মাঠেই অনুশীলন করে যাবেন ক্রিকেটাররা। অনুশীলন শেষে ওমান ‘এ’ দলের বিপক্ষে শুক্রবার একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। পরের দিন মাহমুদউল্লাহরা আরব আমিরাতের উদ্দেশে ওমান ছাড়বেন।

সূচি অনুযায়ী, ওমানের স্থানীয় দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। যদিও সেটি বাতিল হয়ে যায়। তবে ওমানে পৌঁছেই দুই পক্ষ আলোচনা করে প্রস্তুতি ম্যাচের সূচি চূড়ান্ত করে ফেলেছে। ৮ অক্টোবর ওমান ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডের মূল মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে আগামী ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর একদিন পর স্বাগতিক ওমানের মুখোমুখি হবে টাইগাররা। আর গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে লড়বে মাহমুদউল্লাহ রিয়াদরা।

(ঢাকাটাইমস/০৫অক্টোবর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

সিরিজ বাঁচানোর ম্যাচে আজ যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

সংবাদমাধ্যমের দাবি: বায়ার্নের নতুন কোচ হচ্ছেন কোম্পানি!

এলপিএলে মুস্তাফিজের দলের চুক্তি বাতিল, গ্রেপ্তার বাংলাদেশি মালিক

যে কারণে ভারতের কোচ হওয়ার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন পন্টিং

শান্তকে বিশ্রাম দিয়ে সাকিবকে অধিনায়ক করার পরামর্শ আশরাফুলের

শেষ সময়ে বিশ্বকাপ দলে পরিবর্তন আনল নেদারল্যান্ডস

লেভারকুসেনের স্বপ্নযাত্রা থামিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আতালান্তা

 যুক্তরাষ্ট্রের বিপক্ষে আজ যেকোনো মূল্যে জয় চায় বাংলাদেশ

আইপিএলের যে রেকর্ডে বিরাট কোহলির ধারেকাছেও কেউ নেই

যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :