মাথা ন্যাড়া হয়ে বিজেপি ছাড়লেন ত্রিপুরার বিধায়ক!

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২১, ১৬:২৫| আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৬:২৬
অ- অ+

ভারতের হিন্দুত্ববাদী দল বিজেপি ত্যাগ করেছেন ত্রিপুরার বিধায়ক আশিস দাস। আর এ জন্য তিনি রীতিমতো মাথা মুড়িয়েছেন। গত মঙ্গলবার কলকাতার কালীঘাটে আদি গঙ্গার পাড়ে তিনি নিজের মাথা মুড়িয়ে নেন। বিধায়কের মাথা মুড়ানোর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ত্রিপুরার বিধায়ক আশিস দাস কলকাতার কালীঘাটে এসে আদি গঙ্গার পাড়ে বসে মাথা মুড়িয়ে বিজেপি ত্যাগ করেছেন। বিজেপিতে যোগ দেওয়া আমার অপরাধ হয়েছিল। আমি তার প্রায়শ্চিত্ত করছি। ত্রিপুরায় বিজেপি ক্ষমতা না ছাড়া পর্যন্ত মাথায় আর চুল রাখবো না।

বিজেপি বিধায়কের এই গল্পে অবশ্য চূড়ান্ত অস্বস্তিতে ত্রিপুরার বিজেপি শিবির। তবে তাদের নেতা সুব্রত চক্রবর্তী বলছেন, আশিস দাস আসলে এই সিদ্ধান্ত নিয়ে অপমান করলেন তাঁর ভোটারদের। যাদের দয়ায় তিনি নির্বাচিত হয়ে এসেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বিজেপি জানিয়েছে ত্রিপুরার সুরমার বিধায়ক আশিস দাস দল ছাড়ার কথা ঘোষণা করলেও এখনই বিধায়ক পদ থেকে পদত্যাগ করেননি। আশিস দাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/০৬অক্টোবর/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিহতের পরিবারকে ৫ কোটি টাকা দেওয়ার নির্দেশ: মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় হাইকোর্টের রুল
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছে বিএমএসএফ
বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ৩২, আইসিইউতে মারা গেল ৯ বছরের শিশু নাফি
ড. ইউনূসের পাশে বিএনপি-জামায়াতসহ চার দল, ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা