গাজীপুরে প্রতিমা ভাঙচুর, আটক ২০

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২১, ১৩:০৪
অ- অ+

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকায় তিনটি মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা হামলা চালিয়ে মন্দিরের প্রতিমা, সাজসজ্জা ও আসবাবপত্র ভাঙচুর করে। এ ঘটনায় ২০ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জিএমপি কমিশনার লুৎফুল কবির, জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামসহ পুলিশ, র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা সোয়া ৭টার দিকে স্থানীয় সুবল দাসের বাড়িতে স্থাপিত দুর্গাপূজার মণ্ডপে ৩০০-৪০০ লোক লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এসময় তারা প্রতিমা, আসবাবপত্র, সাজসজ্জা ও সাউন্ড সিস্টেম ভাঙচুর করে। এক পর্যায়ে হামলাকারীরা পাশের পালবাড়ি এলাকায় অপর একটি মন্দির হামলা চালায় এবং পরে রাধাগোবিন্দ কেন্দ্রীয় মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ও আসবাবপত্র ভাঙচুর করে। ঘটনার সময় পূজারীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলেন এবং অন্তত ২০ হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

জিএমপি কমিশনার লুৎফুল কবির জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। তদন্ত করে দোষীদের শনাক্ত করে মামলাসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গানের নাম ‘প্রেমিক স্বৈরাচার’
দল নিষিদ্ধের বিধানসহ সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ জারি সোমবার
খিলগাঁওয়ে স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহকর্মীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি- রপ্তানি বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা