আশুলিয়ায় ঘর থেকে যুবকের লাশ উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২১, ১১:৫৭
অ- অ+

সাভারের আশুলিয়ায় ঘর থেকে বাদল (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার রাত ১০টার দিকে উপজেলার আশুলিয়ার এনায়েতপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

সোমবার সকাল ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী।

জানা গেছে, বাদল ঢাকার ধামরাইয়ের স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি তৃতীয় লিঙ্গের লোকজনের সঙ্গে চলাচল করতেন বলে জানা যায়।

বাড়ির মালিক আবু বকর সিদ্দিক বলেন, ‘আমি ইপিজেডে চাকরি করি। কাজ শেষে রাত ৮টার দিকে বাসায় আসি। রাত ১০টার দিকে চিৎকার শুনে ছুটে যাই। গিয়ে দেখি বিছানায় বাদলের লাশ পড়ে আছে।

তিনি আরও বলেন, যে কক্ষে বাদলের লাশ পাওয়া গেছে ওই কক্ষের ভাড়াটিয়া মোর্শেদ। তার কাছ থেকে চাবি নিয়ে বাদল ও আরেকজন ওই কক্ষে প্রবেশ করেন। বাদল প্রায়ই মোর্শেদের ঘরে রাত্রে থাকত। গতকাল অপরিচিত এক ব্যক্তিকে নিয়ে কক্ষে প্রবেশ করে বাদল। রাত ১০টার দিকে বাদলকে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে এর আগেই ওই ব্যক্তি পালিয়ে যায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা