ভারতীয় ক্রিকেটে ‘গরু ও শূকরের মাংস’ বিতর্ক

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৪:১৪ | প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২১, ১৩:৪৯

ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের তরফ থেকে দলটির খেলোয়াড়দের খাদ্য তালিকা বেধে দেওয়া হয়েছে বলে খবর চাউর হয়েছে। কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, রোহিত-শামিদের খাদ্য তালিকায় গরুর এবং শূকরের মাংস নিষিদ্ধ করা হয়েছে। এমনকি ভারতীয় ক্রিকেটারদের বিষয়টি মানাতে নাকি জোরও করা হচ্ছে। আর তাতেই স্বভাবতই শুরু হয়েছে বিতর্ক।

‘খাদ্য তালিকা বেধে দেওয়া’ বিতর্কের মাঝে প্রশ্ন উঠেছে, খেলোয়াড়দের ওপর খাবারের তালিকা কেন চাপিয়ে দিবে বোর্ড। অবশ্য বিসিসিআইয়ের দাবি এমন কোনো নির্দেশনা খেলোয়াড়দের দেয় নাই তারা। এমনকি তারা এসব বিষয় নিয়ে কখনও আলোচনাই করেনি।

‘গরু ও শূকরের মাংস’ নিয়ে বিতর্ক ক্রমে ডালপালা ছড়াচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি রাজনীতিবিদেরাও সরব হয়েছেন। তবে পুরো বিষয়টিকে গুজব বলে জানিয়েছেন বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল।

ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা (খাদ্য তালিকা) নিয়ে কখনও আলোচনা হয়নি এবং জোর করে চাপিয়ে দেওয়াও হবে না। আমি জানি না যে কখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা আদৌ নেওয়া হয়েছে কিনা। আমি যতদূর জানি, তাতে আমরা কখনও ডায়েট সংক্রান্ত বিষয়ে কোনও নির্দেশিকা জারি করিনি।’

খেলোয়াড়রা তাদের খাদ্য তালিকা থেকে কি খাবেন বা বাদ দিবেন সেটা সম্পূর্ণ নির্ভর করে ওই খেলোয়াড়ের নিজস্ব ইচ্ছার ওপর। সেখানে ভারতের ক্রিকেট বোর্ড কোনো প্রকার বাধ সাধে না। অরুন ধুমাল বলেন, ‘খাদ্যাভ্যাসের বিষয়টি পুরোপুরি নির্ভর করে খেলোয়াড়দের ব্যক্তিগত পছন্দের ওপর। এক্ষেত্রে বিসিসিআইয়ের কোনও ভূমিকা নেই।’

খাদ্য তালিকা বেধে দেওয়া তো দূরে বিসিসিআই কখনও খেলোয়াড়দের কি খাওয়া উচিত তার পরামর্শও দেন না জানিয়ে বোর্ডের কোষাধ্যক্ষ বলেন, ‘বিসিবিআই কখনও খেলোয়াড়দের পরামর্শ দেয় না যে কি খেতে হবে এবং কি খেতে হবে না। নিজেদের পছন্দের মতো খাবার খাওয়ার ক্ষেত্রে খেলোয়াড়দের স্বাধীনতা আছে। তারা নিরামিষাশী থাকবেন কিনা নির্ভর করে তাদের ওপর। তারা নিরামিষাশী হবেন নাকি আমিষ খাবেন, তা পুরোপুরি খেলোয়াড়দের পছন্দের বিষয়।’

খাদ্য তালিকা নিয়ে এমন বিতর্কের মাঝেই বৃহস্পতিবার থেকে কানপুরে শুরু হচ্ছে নিউজিল্যান্ড-ভারতের প্রথম টেস্ট।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এইচএন)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

ভেজা চোখে চেলসি ছাড়ার ঘোষণা দিলেন থিয়াগো সিলভা

নারী আম্পায়ার বিতর্ক: মুখ খুললেন মুশফিক, রিয়াদ ও সেই নারী আম্পায়ার

ভারতকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির খসড়া সূচি চূড়ান্ত, তিন ভেন্যুতে হবে ম্যাচ

সিরি আতে ইতিহাস: এই প্রথম এক ম্যাচের ৩ রেফারিই নারী

মোনাকোর হারে ফরাসি লিগ ওয়ানের শিরোপা জিতল পিএসজি

১৯৯৯ বিশ্বকাপের মতো জার্সিতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে নিউজিল্যান্ড

যে কারণে পার্পল ক্যাপ পাচ্ছেন না মুস্তাফিজ

জিম্বাবুয়ের বিপক্ষে মুস্তাফিজ-সাকিবের দলে না থাকা নিয়ে যা বললেন নির্বাচক

সবার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের

চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

এই বিভাগের সব খবর

শিরোনাম :