খানসামায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুরের খানসামা উপজেলায় পুকুরের পানিতে ডুবে ছয় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার গোয়ালডিহি জমির শাহ পাড়ায় ঘটনাটি ঘটে। নিহত মো. সালেহীন ইসলাম (৬) ওই এলাকার গুলজার রহমানের একমাত্র ছেলে।
এলাকাবাসী জানান, খেলতে খেলতে বাড়ির সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে ডুবে যায় সালেহীন। পরে তাকে কয়েকজন শিশু দেখতে পায়। শিশুদের চিৎকারে বাসার লোকজন এসে ওই পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে।
পরে পাকেরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. শতাব্দী সাহা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
(ঢাকাটাইমস/২৬নভেম্বর/কেএম)

মন্তব্য করুন