মিরপুরে ফেনসিডিলসহ ২ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২১, ২০:০৬
অ- অ+

রাজধানীর মিরপুর এলাকা থেকে দুজন মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-৪। এ সময়ে তাদের কাছ থেকে ৪২৫ বোতল ফেনসিডিল এবং একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। আটকরা হলেন-মো. জাহিদুল ইসলাম এবং মো. ফয়সাল ওরফে পিয়াস।

শনিবার সন্ধ্যায় র‌্যাব-৪ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, শনিবার সকাল সোয়া ১০টার দিকে র‌্যাব-৪ এর একটি দল মিরপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে ৪২৫ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকারসহ মো. জাহিদুল ইসলাম এবং মো. ফয়সাল ওরফে পিয়াস নামে দুই মাদক চোরাকারবারিকে আটক করা হয়।

আটকদের বরাত দিয়ে র‌্যাব জানায়, তারা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নোয়াখালীতে বন্দুকসহ মাদক কারবারি আটক 
যেভাবে আওয়ামী লীগবিরোধী মুখ হয়ে ওঠেন আন্দালিব পার্থ
কলাবাগানে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দৃষ্টিনন্দন-পরিবেশবান্ধব বৈদ্যুতিক শাটল গাড়ির যাত্রা শুরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা