রাত পোহালেই ডিআরইউর ভোট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২১, ২২:৫২
অ- অ+

ঢাকায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউর নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন কাল। মঙ্গলবার সকাল আটটা থেকে দিনভর চলবে ভোটগ্রহণ।

সংগঠনটির এবারের নির্বাচনে দুটি সম্পাদকীয় পদ ছাড়া বাকি সব পদেই ভোট হবে। সাংবাদিকদের বৃহৎ এই সংগঠনের ভোট পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে আছেন দি ফিনান্সিয়াল হেরাল্ড সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ। পাঁচ সদস্যের নির্বাচন কমিশনে রয়েছেন ডিইউজের সাবেক সভাপতি শাহজাহান মিয়া, টিভি টুডের এডিটর-ইন-চিফ মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম-সম্পাদক আবু তাহের এবং বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ।

এর আগে আজ সোমবার সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এর উদ্বোধন করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

যেসব পদে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো- সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, নারী বিষয়ক সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, আপ্যায়ন সম্পাদক এবং কল্যাণ সম্পাদক (প্রতিটি পদে একজন করে)। এছাড়া কার্যনির্বাহী সদস্য সাতজন।

যারা আছেন ভোটের লড়াইয়ে

পেশাদার সাংবাদিকদের এই সংগঠনে এবার সভাপতি পদে লড়ছেন সাখাওয়াত হোসেন বাদশা, নজরুল ইসলাম মিঠু, রিয়াজ চৌধুরী, কবির আহমেদ খান ও শুক্কুর আলী শুভ।

সাধারণ সম্পাদক হিসেবে ভোট করছেন মঈন উদ্দিন খান, মশিউর রহমান খান, নূরুল ইসলাম হাসিব, তোফাজ্জল হোসেন, জামিউল আহসান সিপু।

সহ-সভাপতি পদে আছেন ওসমান গনি বাবুল, রাশেদুল হক, আবুল বাশার নুরু।

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করছেন সাইফুল ইসলাম ও আব্দুল্লাহ কাফি।

যুগ্ম সম্পাদক হিসেবে লড়ছেন মইনুল আহসান ও শাহনাজ শারমিন।

ক্রীড়া সম্পাদক পদে আছেন কবির হোসেন ও মাকসুদা লিসা।

অর্থ সম্পাদক পদে এসএম এ কালাম ও শাহ আলম নূর।

সাংস্কৃতিক সম্পাদক পদে আছেন সায়ীদ আব্দুল মালেক ও নাদিয়া শারমীন।

কল্যাণ সম্পাদক পদে জাহাঙ্গীর কিরণ ও কামরুজ্জামান বাবলু।

নারী সম্পাদক পদে তাপসী রাবেয়া আঁখি ও জান্নাতুল ফেরদৌস পান্না।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এম, উমর ফারুক ও কামাল উদ্দিন সুমন।

দপ্তর সম্পাদক পদে রফিক রাফি ও কাওসার আজম।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে লড়ছেন মাহমুদুল হাসান, এসকে রেজা পারভেজ, সুশান্ত সাহা, হাসান জাবেদ, মো. আল আমিন, মহসীন বেপারী, সোলায়মান সালমান, সলিম উল্লাহ মেসবাহ, তানভীর আহমেদ।

তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে কামাল মোশাররফ ও আপ্যায়ন সম্পাদক পদে আখতার হোসেন ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/বিইউ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা