বগুড়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২১, ১৯:০৫

বগুড়ার নন্দীগ্রামে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় চারজন আহত হন। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা ৩টায় উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়নের ত্রিমোহনী বাজারে।

জানা গেছে, নৌকা মার্কার প্রার্থী হাফিজুর রহমান নান্টুর কর্মীরা বিকাল ৩টার দিকে নির্বাচনী মিছিল বের করে। এসময় তারা ত্রিমোহনী বাজারে বিএনপি নেতা ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিনের আনারস মার্কার অফিস ভাঙচুর করে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়। আহতদের মধ্যে আনারস মার্কার কর্মী রানা রবিবদাস ও নৌকা মার্কার কর্মী যুবলীগ নেতা বৈদ্যনাথ মহন্তকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

নৌকা মার্কার প্রার্থী হাফিজুর রহমান বলেন সকাল ১০টার দিকে তার কর্মী বৈদ্যনাথ মহন্তকে আনারস মার্কার কর্মীরা মারধর করে। এর জের ধরে বিক্ষুব্ধ কর্মীরা অফিসে হামলা চালায়।

আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা আব্দুল মতিন বলেন, বৈদ্যনাথকে তার কোন কর্মী মারধর করেনি। আভ্যন্তরীন কোন্দলের জের ধরে নৌকার কর্মীরাই তাকে মারধর করে।

নন্দীগ্রাম থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ যায়। পরিস্থিতি এখন স্বাভাবিক। এ ঘটনায় কেউ থানায় কোন অভিযোগ দেয়নি।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :