অটোবাইকে চাদর পেঁচিয়ে সবজি ব্যবসায়ীর মৃত্যু

মানিকগঞ্জের সিংগাইরে অটোবাইকে চাদর পেঁচিয়ে এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কুদ্দুস আলী (৪৭) বগুড়া জেলার শেরপুর উপজেলার জয়লা গ্রামের জামাল সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কুদ্দুস আলী সাভারের তেতুলঝোড়া এলাকায় থাকেন। তিনি সিংগাইরের জয়মন্টপ থেকে সবজি কিনে ব্যবসা করতেন। সকালে অটোবাইকে সবজি নিয়ে তিনি তেতুলঝোড়ার উদ্দেশ্যে রওনা হন। চালকের পাশে বসে তিনি যাচ্ছিলেন। পথিমধ্যে তার শরীরে থাকা চাদর অটোবাইকের মেশিনের সঙ্গে জড়িয়ে যায়। পরে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
(ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/এসএ)

মন্তব্য করুন