নারায়ণগঞ্জে এবারও তৃতীয় চরমোনাই পীরের দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২২, ০০:৫৮| আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০১:০৪
অ- অ+
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাছুম বিল্লাহ (ফাইল ছবি)

গত নির্বাচনের ধারাবাহিকতায় এবারও নারায়ণগঞ্জে তৃতীয় স্থান ধরে রেখেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির প্রার্থী মাছুম বিল্লাহ হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ৯৮৭ ভোট।

রবিবার মধ্যরাতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তা পূর্ণাঙ্গ ফল ঘোষণা করেন। সেখানে এই তথ্য পাওয়া যায়।

এর আগে ২০১৬ সালের নির্বাচনেও হাতপাখা নিয়ে নির্বাচন করেন মাছুম বিল্লাহ। তখন তিনি ভোট পেয়েছিলেন ১৩ হাজার ৯১৪ ভোট। এবারের নির্বাচনে দলটির প্রায় ১০ হাজার ভোট বেড়েছে।

গত কয়েক বছর ধরেই ইসলামী আন্দোলন বাংলাদেশ স্থানীয় সরকার নির্বাচনে ক্রমাগত ভালো করছে। ঢাকার দুই সিটিতে ২০১৫ ও ২০২০ সালের নির্বাচনে দলটির প্রার্থীরা তৃতীয় স্থান অধিকার করেন। এছাড়া খুলনা ও রংপুরের নির্বাচনেও তৃতীয় স্থান ধরে রাখে চরমোনাই পীরের দল।

এদিকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র প্রার্থীদের মধ্যে খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন হয়েছেন চতুর্থ। তিনি দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৭২৪ ভোট। খেলাফত মজলিস ২০ বছরেরও বেশি সময় বিএনপি জোটের শরিক হিসেবে থাকার পর গত কয়েক মাস আগে জোট ত্যাগ করে।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা