ভোট দিতে এসে মন খারাপ আমিন খানের

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২২, ১২:৩৯
অ- অ+

কড়া নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচনের ভোটগ্রহণ। এ উপলক্ষে অনেকদিন পর এফডিসিতে এসেছেন ঢাকাই সিনেমার অন্যতম সুদর্শন নায়ক আমিন খান। তিনি কোনো দলের প্রার্থী নন। এসেছেন ভোট দিতে। কিন্তু এফডিসিতে এসে মন খারাপ হয়ে গেছে এই অভিনেতার। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সে কথাই জানালেন তিনি।

আমিন খান বলেন, ‘ভোট দেওয়ার উদ্দেশ্যে বছর খানের পর এফডিসিতে এলাম। কিন্তু এসেই তো মনটা খারাপ হয়ে গেল। দেখলাম দুই এবং তিন নম্বর ফ্লোর ভেঙে ফেলা হয়েছে। এই দুইটা ফ্লোরে জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে। অনেক আড্ডা, সিনিয়র শিল্পী, সিনিয়র টেকনিশিয়ানদের সঙ্গে শুটিং করেছি।’

অভিনেতা বলেন, ‘অনেকক্ষণ দুই এবং তিন নম্বর ফ্লোরে সামনে দাঁড়িয়ে ছিলাম। তবে আবার মনে হল, না এক জায়গায় দাঁড়িয়ে থাকলে তো চলবে না। নিশ্চয়ই ভালো এবং নতুন কিছু করার জন্যই ফ্লোর দুটি ভেঙে ফেলা হয়েছে। আমি চাই, এফডিসিতে শুটিং করার জন্য ভালো একটি পরিবেশ সৃষ্টি করা হোক।’

এরপর অভিনেতা কথা বলেন নির্বাচন নিয়ে। এবার ভোটের কয়েকদিন আগে থেকে একটা গান খুব শোনা যাচ্ছিল, ‘নোট দিয়ে ভোট কেনার দিন শেষ।’ এটি তৈরি করেছে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল।

গানের ওই কথা সম্পর্কে প্রশ্ন করলে আমিন খান বলেন, ‘এমন একটি গান বানানো হয়েছে বলে শুনেছি। কিন্তু সত্যি কি শিল্পীরা টাকায় বিক্রি হয়?’ পাল্টা প্রশ্ন করেন অভিনেতা। এরপর হেসে দিয়ে আমিন খান বলেন, ‘গত কয়েকদিন ধরে তো ফোনের অপেক্ষায় ছিলাম। কই, কেউ তো দিল না কিছু।’

ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা