পরীমনি অসুস্থ, সাক্ষ্যগ্রহণ পেছাল এক মাস

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫৫
অ- অ+

আলোচিত চিত্রনায়িকা পরীমনি অসুস্থ থাকায় তার মাদক মামলার সাক্ষ্যগ্রহণ এক মাস পেছানো হয়েছে। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত ১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ আদেশ দেন। পাশাপাশি তিনি পরীমনির সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন আগামী ১ মার্চ।

গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। তিনি জানান, ‘পরীমনির মাদক মামলায় আজ মঙ্গলবার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু তিনি অসুস্থ থাকায় আদালতে আসতে পারেননি। আমরা সময় চেয়ে আবেদন করেছিলাম। আদালত তা মঞ্জুর করেছে।’

সুরভীর আবেদন থেকে জানা যায়, জ্বর, সর্দি, ঠান্ডা নিয়ে গত ২৭ জানুয়ারি থেকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন পরীমনি। সেদিন গাজীপুরে ‘মা’ নামে একটি সিনেমার শুটিং করছিলেন তিনি। গায়ে জ্বর নিয়েই ওই শুটিংয়ে অংশ নেন নায়িকা। এরপর তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়।

পরীমনির মাদক মামলায় তিনি ছাড়াও অপর দুই আসামি হলেন- তার সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন। এর আগে গত ৫ জানুয়ারি এই তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার-১০ বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম।

তারও আগে গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

গত ৪ আগস্ট বিকালে ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে’ পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র‌্যাব। উদ্ধার হয় বিপুল মাদক ও মদ। এরপর সন্ধ্যার পর নায়িকাকে আটক করে নিয়ে আসা হয়। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মামলা করে র‌্যাব। সেই মামলায় তিন দফা রিমান্ড শেষে পরীমনিকে কারাগারে পাঠায় আদালত। তাকে রাখা হয় গাজীপুরের কাশিমপুর কারাগারে।

এই সময়ের মধ্যে একাধিক বার আবেদন করেও জামিন পাননি পরীমনি। শেষমেশ তারা হাইকোর্টের দারস্থ হন। এরপর হাইকোর্ট পরীমনির জামিন আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন। সেই মতো গত ৩১ আগস্ট নায়িকাকে জামিন দেয় ঢাকার দায়রা জজ আদালত। পরদিন পরীমনি ছাড়া পান কারাগার থেকে।

ঢাকাটাইমস/০১ফেব্রুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ীতে ২০০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, কাভার্ড ভ্যান জব্দ
সচিবালয়ের ঢুকে গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টা, ১২০০ জনের বিরুদ্ধে মামলা
সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র মাহবুবুল আলম বাচ্চু গ্রেপ্তার
টেকনাফে সরকারি ২ লাখ চারাগাছ কেটে ফেলার অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা