ডিসিদের এডিপির প্রকল্প মূল্যায়ন আদেশ বাতিলের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪৯
অ- অ+

জেলা প্রশাসনের মাধ্যমে এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিতকরণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অযৌক্তিক আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন জেলা প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে ওই মানববন্ধনে অংশ নেন জেলা ও উপজেলা পর্যায়ের প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

জানা গেছে, ১৮ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের স্বাক্ষরিত চিঠিতে সরকারের উন্নয়ন প্রকল্পসমূহ মাঠ পর্যায়ে সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনকে সম্পৃক্ত করতে অনুরোধ করেছেন। জেলা প্রশাসকদেরকে এডিপিভুক্ত শতভাগ প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব প্রদান সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ বাতিল করার জন্য এই মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী অমিতাভ সানা, সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মতিয়ার রহমান, নির্বাহী প্রকৌশলী মতিয়ার রহমান, এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী রফিকুর রহমান খান, সহকারী প্রকৌশলী মৌসুমি আক্তার, উপ-সহকারী প্রকৌশলী আসানুল হক, ল্যাব টেকনিশিয়ান এমদাদুল হকসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা