ডিসিদের এডিপির প্রকল্প মূল্যায়ন আদেশ বাতিলের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন

জেলা প্রশাসনের মাধ্যমে এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিতকরণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অযৌক্তিক আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন জেলা প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে ওই মানববন্ধনে অংশ নেন জেলা ও উপজেলা পর্যায়ের প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এতে উপস্থিত ছিলেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী অমিতাভ সানা, সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মতিয়ার রহমান, নির্বাহী প্রকৌশলী মতিয়ার রহমান, এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী রফিকুর রহমান খান, সহকারী প্রকৌশলী মৌসুমি আক্তার, উপ-সহকারী প্রকৌশলী আসানুল হক, ল্যাব টেকনিশিয়ান এমদাদুল হকসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/এআর)

মন্তব্য করুন