গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের মুখোমুখি দেব, কী বলে এলেন নায়ক?

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৫| আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫৪
অ- অ+

গরু পাচার মামলায় সিবিআই অফিসে গিয়ে হাজিরা দিলেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দীপক অধিকারী দেব। মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিট নাগাদ তিনি নিজাম প্যালেসে সিবিআই অফিসে পৌঁছান। কিন্তু সেখানে তাকে কী জিজ্ঞেস করা হয়েছে এবং নায়ক কী বলেছেন, সেসব প্রকাশ করা হয়নি।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি গরুপাচার মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ দেবকে নোটিশ পাঠিয়েছিল সিবিআই। এনামুল হক নামে গরুপাচার চক্রের এক সদস্যের সঙ্গে নাকি দেবের কিছু বিষয়ে যোগসূত্র পাওয়া গেছে। সেই প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করতেই টলিউড নায়ককে তলব করেছিল সিবিআই।

সে সময় সংস্থাটির নোটিশে অবশ্য তলবের কোনো স্পষ্ট কারণ জানানো হয়নি দেবকে। গরুপাচার মামলায় একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের সময় নাকি তৃণমূল সাংসদ তথা অভিনেতার নাম উঠে এসেছে। জানা গেছে, কয়েক বছর আগে দেবকে নাকি কিছু উপহার দিয়েছিলেন এনামুল।

ধারণা করা হচ্ছে, এনামুলের থেকে দেবের উপহার নেওয়ার বিষয়টির সত্যতা যাচাই করতে তাকে ডেকেছিল সিবিআই। পাশাপাশি এনামুলের সঙ্গে কোনো আর্থিক লেনদেনে দেব জড়িত ছিলেন কিনা, তাও জানতে চাওয়া হয়েছে তার কাছে।

এদিকে দেবের পাশাপাশি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকেও একাধিক বার তলব করেছে সিবিআই। তলব এড়াতে আদালতের দ্বরস্থ হলেও রেহাই পাননি অনুব্রত।

বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, গরুপাচার কাণ্ডে অভিযুক্ত এনামুল হক আদলে অনুব্রতর বন্ধু। এনামুলের সঙ্গে অনুব্রত মণ্ডলের ব্যবসা ছিল বলেও অভিযোগ করেন নন্দীগ্রামের বিধায়ক।

ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৃহস্পতিবার নিক্কেই ফোরামে বক্তব্য দেবেন ড. ইউনূস
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার বাবার ইন্তেকাল
৫৪ বছর এদেশের মানুষের জন্য বিগত সরকার কিছুই করতে পারেনি: শারমীন মুরশিদ
রাঘব-বোয়ালের দুর্নীতির তকমা অধিনস্থদের কাঁধে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা