আশুলিয়ায় জুতা কারখানায় আগুনে তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩২| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪৩
অ- অ+

সাভারের আশুলিয়ায় একটি জুতা কারখানায় লাগা আগুনে পুড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন নারী। আরেকজনের শরীর ঝলসে যাওয়ায় জেন্ডার নিশ্চিত হওয়া যাচ্ছে না।

বুধবার বিকাল ৫টায় এই আগুন লাগে। ঘণ্টাখানেকের চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের গণমাধ্যম শাখা জানায়, বুধবার বিকাল ৫টা ১৬ মিনিটে সাভারের আশুলিয়ায় বঙ্গবন্ধু রোডে এশিয়ান ইউনিভার্সিটির সামনে রূপায়ন মার্টের তিন তলা ভবনের নিচতলায় আগুনের খবর পান তারা। ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার নামের কারখানায় এই আগুন লাগে।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে চারটি ইউনিট ফিরিয়ে আনা হয়।

এক ঘণ্টার চেষ্টায় ৬টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। এরইমধ্যে আগুনে পুড়ে তিনজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুজন নারী। আরেকজনের শরীর ঝলসে যাওয়ার কারণে জেন্ডার নিশ্চিত হওয়া যাচ্ছে না।

প্রাথমিকভাবে নিহত তিনজনের নাম-পরিচয় এবং আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে ফায়ার সার্ভিস কিছু জানাতে পারেনি।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/কারই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘ঝংকার’, জানুন কতদিন সক্রিয় থাকবে
আজ আবারও শাহবাগ ব্লকেড
শুভ বুদ্ধপূর্ণিমা আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা