ইউক্রেনের আরও দুই শহর দখলের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৩:২৮| আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৫৯
অ- অ+

ইউক্রেনের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বের দুটি শহরকে সম্পূর্ণ দখলের দাবি করেছে রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় রুশ সংবাদমাধ্যমগুলো।

রবিবার এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ জানান, ইউক্রেনের দক্ষিণের শহর খেরসন ও দক্ষিণ-পূর্বের শহর বারদিয়ানস্ক সম্পূর্ণ দখল করেছে রুশ সেনারা। সেখানে এখন তাদের সেনারা অবস্থান করছে। এর আগে শনিবার মেলিতোপোল শহর দখলের দাবি জানায় রাশিয়া।

গত বৃহস্পতিবার রুশ সামরিক অভিযান শুরু হওয়ার পর ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের চেষ্টা করছে রুশ সেনারা। বর্তমানে তাদের সঙ্গে ইউক্রেনের সেনাদের তুমুল সংঘর্ষ চলছে। অবশ্য এর আগে কিয়েভের উত্তরাঞ্চলে ইউক্রেনের সেনাদের প্রতিরোধের প্রশংসা করেছিল পশ্চিমা বিশ্ব। কিন্তু বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনীকে ঠেকানো অসম্ভব বলে মত বিশ্লেষকদের। যদি পশ্চিমা মিত্রদের পক্ষ থেকে সামরিক সহায়তা আসে, তাহলে পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপালী ব্যাংকের উদ্যোগে মুগদা হাসপাতালে সুপেয় পানি
পুলিশের হ্যান্ডকাপ নিয়ে পালানো দুই মাদকসেবী ফের গ্রেপ্তার
কুষ্টিয়ায় মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৬ কর্মী আটক
কুয়েটের অন্তর্বর্তী উপাচার্যের পদত্যাগ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা