পুতিনকে ঠেকাতে জনসনের ছয় প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ০৬ মার্চ ২০২২, ১৭:০৩| আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৯:২৩
অ- অ+

ইউক্রেনে রুশ হামলাবন্ধে জোরালো পদক্ষেপ নিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।রুশ প্রেসিডেন্ট পুতিনকে ঠেকাতে ছয়টি পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন তিনি।

চলতি সপ্তাহের মঙ্গলবার ইউরোপের চার দেশের জোট ভিফোর একটি বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, পোল্যান্ড ও স্লোভাকিয়ার নেতারা অংশ নেবেন। এ বৈঠককে সামনে রেখে এসব পদক্ষেপের প্রস্তাব দেন বরিস।

এই ছয় প্রস্তাব হলো—

১. বিশ্বনেতাদের উচিত ইউক্রেনের জন্য একটি ‘আন্তর্জাতিক মানবিক জোট’ সচল করা।

২. বিশ্বনেতাদের উচিত ইউক্রেন আত্মরক্ষার জন্য যে লড়াই চালাচ্ছে, তাতে সমর্থন দেওয়া।

৩. রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে হবে।

৪. ইউক্রেনে আগ্রাসনকে রাশিয়া যেভাবে স্বাভাবিক করে তুলছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই তা প্রতিরোধ করতে হবে।

৫. যুদ্ধের কূটনৈতিক সমাধানকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, তবে এ ক্ষেত্রে ইউক্রেনের বৈধ সরকারের পূর্ণ অংশগ্রহণ থাকতে হবে।

৬. ন্যাটো জোটভুক্ত দেশগুলোর মধ্যে নিরাপত্তা জোরদারের কাজ দ্রুত শুরু করা উচিত।

আগামীকাল সোমবার ডাউনিং স্ট্রিটে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী জনসন এসব পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন।

রাশিয়া ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখলসহ বহু সামরিক ও বেসামরিক স্থাপনা ধ্বংস করেছে। বর্তমানে রুশ বাহিনী ইউক্রেনের জনবহুল এলাকাগুলোতে হামলা জোরদারের চেষ্টা করবে বলে আশঙ্কা করছে পশ্চিমা গোয়েন্দারা।

এদিকে রোববার জাতিসংঘ এক বিবৃতিতে জানায়, রুশ হামলা থেকে বাঁচতে ১৫ লাখ মানুষ ইউক্রেন থেকে বাস্তুচ্যুত হয়েছে।পরিস্থিতির উন্নতি না হলে শরণার্থীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাবে।

(ঢাকাটাইমস/৬মার্চ/আরআর )

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুরাদনগরে বিএনপি নেতাকে ‘কালো গাড়িতে’ তুলে নেওয়ার অভিযোগ
মোহাম্মদপুর থানা পুলিশকে ঘিরে মিথ্যা প্রচারণার প্রতিবাদ জানালেন স্থানীয় জনসাধারণ
ঝিনাইদহে বিএডিসির খাল ভরাট, পানির নিচে হাজার হেক্টর জমির ফসল 
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখন থেকে পাবেন দশম গ্রেডে বেতন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা