পরিচয় গোপন করায় আসার অনুমতি মেলেনি সানি লিওনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মার্চ ২০২২, ১১:২৯| আপডেট : ১২ মার্চ ২০২২, ১১:৩৮
অ- অ+

পর্ন তারকা থেকে বলিউডি সিনেমার নায়িকা হয়ে ওঠা সানি লিওন বাংলাদেশে আসার জন্য অন্য নাম ব্যবহার করেছিলেন। আর সেজন্যই বাংলাদেশে আসার অনুমতি বাতিল হয়েছে তার।

মুক্তিযুদ্ধ জাদুঘরে এক অনুষ্ঠান শেষে শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এ তথ্য জানান।

গেল ২ মার্চ ‘সোলজার’ নামে নির্মিতব্য একটি চলচ্চিত্রে অংশ নিতে ভারতীয় ১০ অভিনয়শিল্পী ও কলাকুশলী এবং এক মার্কিন অভিনেত্রীকে শর্তসাপেক্ষে বাংলাদেশে আসা ও কাজের অনুমতি দেওয়া হয়। দশজনের ওই তালিকায় থাকা মার্কিন অভিনেত্রীই সানি লিওন, তালিকায় যার নাম দেওয়া ছিল করণজিৎ কাউর ওয়েভার নামে।

তথ্যমন্ত্রী বলেছেন, ভারতের ১০ শিল্পীকে বাংলাদেশে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছিল। সেখানে সানি লিওন তার নাম ব্যবহার না করে অন্য নামে ও মার্কিন নাগরিক হিসেবে নিবন্ধন করেছিলেন। পরিচয় গোপন করার কারণেই তার বাংলাদেশে আসার অনুমতি বাতিল করা হয়েছে।’

প্রসঙ্গত, ২০১৫ সালেও বাংলাদেশে আসতে চেয়ে ব্যর্থ হন সানি লিওন। সেবার একটি অনুষ্ঠানে অংশ নিতে চেয়েছিলেন তিনি। ধর্মীয় সংগঠনসহ বিভিন্ন মহল থেকে প্রবল আপত্তির মধ্যে আয়োজক কর্তৃপক্ষ সেবার সানি লিওনের সফর বাতিল করতে বাধ্য হয়।

(ঢাকাটাইমস/১২মার্চ/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমিরাতের কাছে টি ২০ সিরিজ হারলো বাংলাদেশ
আজ শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সকাল-সন্ধ্যা অবস্থান করবে ছাত্রদল
জিওটেক্সটাইলের গবেষণা ও উৎপাদন বাড়াতে হবে
তারুণ্যের সমাবেশ ঘিরে সিরাজগঞ্জে যুবদলের প্রস্তুতি সভা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা