বিট পুলিশিং সেবার ফলে থানায় মামলা কমেছে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ মার্চ ২০২২, ১৩:১৫| আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৫:০৯
অ- অ+

পুলিশের সেবাকে জনগণের নিকট পৌঁছে দিতে প্রতিটি থানাকে ইউনিয়নভিত্তিক বা মেট্রোপলিটন এলাকায় ওয়ার্ডভিত্তিক এক বা একাধিক ইউনিটে ভাগ করে যে বিট পুলিশিং সেবা চালু করা হয়েছে তার ফলে থানাগুলোতে মামলা অনেক কমেছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেছেন, সারাদেশে ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং ইউনিট চালু আছে। ফলে থানাগুলোতে বছরে প্রায় ২০ হাজার থেকে ২৫ হাজার মামলা কমে গেছে।

মঙ্গলবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের অডিটোরিয়াম রুমে বাংলাদেশ পুলিশ নির্মিত মাল্টিমিডিয়া গ্রাফিক্স নভেল এবং অ্যানিমেশন ফিল্ম সিরিজ "দুর্জয়ের ডায়েরি" এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দুর্জয়ের ডায়েরি সিরিজে ‘এসআই দুর্জয়’ ও ‘এএসআই শাপলা’ নামে ফিল্ম রয়েছে। বিট পুলিশিং নিয়ে দেশের প্রথম অ্যানিমেশন চরিত্রের সিনেমা এগুলো। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এতে গ্রাফিক্স অ্যানিমেশনের মাধ্যমে বিট পুলিশিং সেবা নেওয়া ও দেওয়ার কার্যক্রম প্রদর্শন করা হবে।

এ ব্যাপারে আইজিপি বলেন, এ ধরনের গ্রাফিক্স নভেল এবং অ্যানিমেশন প্রজেক্টের কারণে খুব সহজেই পুলিশি সেবার পরিসর সবার কাছে পৌঁছানো সম্ভব। এর ফলে সার্ভিস দাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে সচেতন ধারণার সৃষ্টি হবে।

বাংলাদেশে বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কে ড. বেনজীর আহমেদ বলেন, দেশের সব ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম চলছে। বিট অফিসারদের জন্য প্রতিটি ইউনিয়নে একটি করে অফিস নেয়া হয়েছে। তবে বিট পুলিশিং থেকে কীভাবে সেবা নিতে হবে এবং কর্মকর্তারা কীভাবে সেবা দেবেন উভয়ের সে বিষয়ে বুঝতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত আইজিপি (ক্রাইম ও অপারেশন) এম খুরশেদ হোসেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি ড. মইনুর রহমান চৌধুরী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম, র‌্যাবের প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিবি প্রধান কে এম হাফিজ আক্তার, সিআইডি প্রধান মাহবুবুর রহমান ও অতিরিক্ত ডিআইজি, ডিআইজিরা। এছাড়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন সব রেঞ্জের ডিআইজি ও সব জেলার পুলিশ সুপাররা।

(ঢাকাটাইমস/১৫ মার্চ/এএইচ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নোয়াখালীতে বন্দুকসহ মাদক কারবারি আটক 
যেভাবে আওয়ামী লীগবিরোধী মুখ হয়ে ওঠেন আন্দালিব পার্থ
কলাবাগানে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দৃষ্টিনন্দন-পরিবেশবান্ধব বৈদ্যুতিক শাটল গাড়ির যাত্রা শুরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা