রাশিয়া ইউক্রেনের ৪৩টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা চালিয়েছে: হু

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২২, ১৩:২৪| আপডেট : ১৮ মার্চ ২০২২, ১৪:০২
অ- অ+

রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের ৪৩টি স্বাস্থ্য সেবা কেন্দ্রে হামলা করেছে বলে নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

গত বুধবার হু এর মহাপরিচালক টেডরোস আধানম গোব্রিয়াসেস বলেন, গত ২২ দিনে রুশ হামলায় শুরু ইউক্রেনের ৪৩টি স্বাস্থ্য সেবা কেন্দ্রে হামলা হয়েছে।শিগগরই হু এর পক্ষ থেকে ইউক্রেনে জরুরি স্বাস্থ্য সেবার জন্য ২০টি মেডিকেল টিম পাঠানো হবে।

এ ছাড়া, পোল্যান্ডে ইউক্রেনের শরণার্থীদের উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিতের জন্য একটি উন্মুক্ত অফিসও খোলা হবে।

আর্থিক সীমাবদ্ধতার কারণে তারা ব্যাপক পরিসরে ইউক্রেনের নাগরিকদের স্বাস্থ্য সেবা দিতে পারছে না বলে জানান মহাপরিচালক।

তিনি বলেন, বর্তমানে স্বাস্থ্য সেবার পরিবর্তে সামরিক যুদ্ধাস্ত্র কেনায় কোটি কোটি ডলার ব্যয় হচ্ছে। আমরা দাতা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছি ইউক্রেনের শরণার্থীদের যে ধরনের স্বাস্থ্য সেবা প্রয়োজন তা নিশ্চিত করতে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করে।

এ ছাড়া, বিশ্বে যেকোনো জায়গায় স্বাস্থ্য সেবা কেন্দ্রে হামলারও নিন্দা জানান তিনি।

২০২২ সালের শুরুতে বিশ্বের বিভিন্ন দেশে ৮৯টি স্বাস্থ্য সেবা কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। ইউক্রেন ছাড়া অন্যান্য দেশগুলো হচ্ছে- আফগানিস্তান, কঙ্গো, লিবিয়া, নাইজেরিয়া, প্যালেস্টাইন, সুদান, সিরিয়া ও বুর্কিনা ফাসো।

সূত্র: আল-জাজিরা

(ঢাকাটাইমস/১৮মার্চ/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা